

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের পিতা জেরার্ড স্টোকসের ব্রেইন ক্যান্সার হয়েছে।
স্টোকসের ৬৪ বছর বয়সী পিতা জানান দক্ষিণ আফ্রিকা থেকে জানুয়ারিতে ক্রাইস্টচার্চে ফেরার পর থেকেই তিনি অসুস্থ। স্টোকসের পিতা, মাতা ও বড় ভাই দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন বেন স্টোকসের খেলা দেখতে।
বক্সিং ডে টেস্টের আগেই জোহানেসবার্গের এক হাসপাতালে ভর্তি হতে হয়েছিল স্টোকসের পিতাকে। মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য সেখানে তার সার্জারি হয়। জেরার্ড স্টোকস নিউজিল্যান্ডে ফিরে যখন টেস্ট করান তখন তার ক্যান্সার ধরা পড়ে।
নিউজিল্যান্ড হেরাল্ডকে জেরার্ড স্টোকস বলেম, ‘ওরা (চিকিৎসক) দেখেছে যে আমার ব্রেইনে একাধিক টিমার রয়েছে। এটা মূলত ব্রেইন ক্যান্সার। এটা কিভাবে হল তা আমরা কেউ জানি না।’
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীনই বাবার অসুস্থতার খবর পেয়ে মাঝপথেই নিউজিল্যান্ডে ফিরে যান বেন স্টোকস। খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে শেষ দুই টেস্ট।
উইকেন্ড হেরাল্ডকে বেন স্টোকস বলেন, ‘আমি এক সপ্তাহ ধরে ঠিকঠাক ঘুমাতে পারিনি। আমার মস্তিষ্ক ঠিকভাবে চলছিল না। মানসিক দিক বিবেচনা করলে দল ছেড়ে আসা সঠিক সিদ্ধান্ত ছিল।’
জেরার্ড স্টোকস নিজেও একজন অ্যাথলেট ছিলেন। সাবেক এই রাগবি লিগ খেলোয়াড় যুক্ত ছিলেন কোচিংয়েও।