

ঢাকায় ১১ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ (টি-টোয়েন্টি) খেলেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। করোনা ভাইরাসের কারণে এরপর থেকে বন্ধ রয়েছে খেলা। অপেক্ষার পালা অবশ্য শেষ হচ্ছে। আগামী ২৪ অক্টোবর আবার মাঠে নামছে টাইগাররা।
শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৪ অক্টোবর (সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবার ৫ দিন আগে), এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
শ্রীলঙ্কা সফরসহ বেশ কিছু ইস্যুতে সভায় বসে ক্রিকেট পরিচালনা বিভাগ প্রধান আকরাম খান, এইচপি ইউনিটের প্রধান নাইমুর রহমান দুর্জয়, জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। তাদের সাথে সভায় অংশ নেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
সভা শেষে বুধবার গণমাধ্যমের উদ্দেশ্যে আকরাম খান বলেন, ‘সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশে হয়তো ১০-১২ দিন অনুশীলন করে শ্রীলঙ্কায় চলে যাবো এইচপি (হাই পারফরম্যান্স) টিমকে নিয়ে। সেখানে আমরা ২০-২৫ দিন একসাথে অনুশীলন করবো। তারপরে তো অক্টোবরের ২৪ তারিখ আমাদের খেলা আছে।’
দীর্ঘদিন খেলার বাইরে থাকা টাইগারদের হবে দফায় দফায় করোনা টেস্ট। স্বাস্থ্যঝুকি এড়িয়ে নিরাপদে থাকার জন্য বিসিবি চিকিৎসক দেবাশীস বিশ্বাসের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান আকরাম।
‘আমাদের সাথে আমাদের চিকিৎসক দেবাশীস দা ছিলেন। আমরা যেন নিরাপদ থাকতে পারি এবং করোনা থেকে নিরাপদ থাকাটা আমাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে।’
‘আপাতত হোটেলের কথা চিন্তা করেছি। আমরা দুই তিনবার টেস্ট করাবো (ক্রিকেটারদের)। এটা নিয়ে আমাদের আরও প্ল্যান আছে। আমরা পরে জানিয়ে দিব। ওখানে (শ্রীলঙ্কা) যাওয়ার আগে ৭২ ঘন্টার মধ্যে আসা একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর সেখানে গেলে তারাও টেস্ট নিবে। কতদিন থাকতে হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি।’
শ্রীলঙ্কায় যেয়ে কলম্বোয় উঠবে ক্রিকেটাররা। এখন অব্দি সিদ্ধান্ত তেমনটাই। তবে আকরাম জানান সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
‘আপাতত কলম্বোর কথা বলছে ওরা আমাদের। এখনো সময় আছে, আর যেহেতু কলম্বোতে সুযোগ সুবিধা ভালো, হাসপাতাল থেকে সবকিছু উন্নত মানের আছে। এসব আসলে আলাপ আলোচনার মধ্যে আছে। তবে আপাতত পরিস্থিতি এমন থাকলে আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি অনুশীলন শুরু করবো।’