

করোনা ভাইরাসের কারণে যখন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ, তখন চলতি বছরের এপ্রিলে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিশ্বজুড়ে ক্রিকেট ভক্ত আর্টিস্ট ও ক্রিয়েটরদের জন্য এক প্রতিযোগিতার আয়োজন করে। ক্রিকেট প্যাশোনেট আর্টিস্ট ও ক্রিয়েটরদের কাছ থেকে আর্টওয়ার্ক, গ্রাফিকস, অ্যানিমেশন, কার্টুন বা অন্য কোন আর্ট ফর্ম আহবান করে।
দুনিয়া জুড়ে অসংখ্য আর্টিস্ট ও ক্রিয়েটর এই প্রতিযোগিতায় অংশ নেয়। যেখান থেকে ১০ জনকে বেছে নেয় আইসিসি। যাদের প্রত্যেকে পুরস্কার হিসাবে পেয়েছেন ৫০০ মার্কিন ডলার করে।
সেরা দশে জায়গা করে নেন ক্রিকেট৯৭ এর ক্রিয়েটিভ ম্যানেজার মোহাম্মদ মুক্তাদিরুল ইসলাম জাফির।
এছাড়া সেরা দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মাহদিয়াত নাজিবাহ।
Tags: আইসিসি