‘ডিপিএল পুনরায় চালু করা অসম্ভব’

নাজমুল হাসান পাপন
Vinkmag ad

দুইদিন আগেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ১০ শর্তে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ চালুকরণের সিদ্ধান্ত নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তার আগে থেকেই মাঠে ক্রিকেট ফেরাতে সরব ভূমিকা বিসিবির। ইতোমধ্যে বিসিবির তত্বাবধানে একক অনুশীলন শুরু করেছে জাতীয় দলের পুলের ক্রিকেটাররা। সূচি নির্ধারণ না হলেও চূড়ান্ত হয়ে আছে টাইগারদের শ্রীলঙ্কা সফর।

তবে ঘরোয়া ক্রিকেট এখনই শুরু করা সম্ভব কিনা এ নিয়ে আছে সংশয়। বিশেষ করে স্থগিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দিকে তাকিয়ে শত ক্রিকেটার। শ্রীলঙ্কা সফরের পর ঘরোয়া লিগ নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। বাস্তবতা দেখিয়ে সভাপতি নাজমুল হাসান পাপন তো বলেই দিলে তিনি বিশ্বাস করেন এই মৌসুমে ডিপিএলের কোন সম্ভাবনা নেই।

নিজের মন্তব্যের পেছনে শক্ত যুক্তিও অবশ্য দিয়েছে বিসিবি বস। বেসরকারি একটি টিভি চ্যানেলকে নাজমুল হাসান পাপন বলেন, ‘এই পরিস্থিতিতে ডিপিএল শুরু করা সম্ভব কিনা এই মুহূর্তে বলা সত্যিই কঠিন। আমরা যদি আরেকটু আগে শুরু করতে পারতাম তবে সম্ভব ছিল। কিন্তু এখন এটি আয়োজন কঠিন।’

‘আপনি যদি আমার ব্যক্তিগত মতামত জানতে চান তবে আমি বিশ্বাস করি এখন ডিপিএল পুনরায় চালু করা অসম্ভব।’

যে কারণে ডিপিএল আয়োজন কঠিন বলে মনে করছেন বিসিবি সভাপতি তাও তুলে ধরেন। তিনি যোগ করেন, ‘সমস্যাগুলোর মধ্যে একটি হল, আমরা যদি আগামী মাসে আমাদের ক্রিকেটারদের বিদেশ সফরে পাঠাই, অনেক ডিপিএল ক্লাব পুনরায় ডিপিএল চালুতে আগ্রহ হারাবে। সুতরাং এ ক্ষেত্রে আমরা ক্লাবের সাথে আলোচনা করবো যে তারা কি চায়। দ্বিতীয়ত আমাদের দেখতে হবে প্রত্যেক খেলোয়াড়ই খেলার জন্য প্রস্তুত কিনা।’

উল্লেখ্য, মার্চের মাঝামাঝি সময়ে মাত্র এক রাউন্ড মাঠে গড়ানোর পরই স্থগিত হয় এবারের ডিপিএল আসর। বেশিরভাগ ক্রিকেটারের আয়ের প্রধান উৎস ঘরোয়া লিগের অন্যতম এই আসরটি। ফলে টুর্নামেন্ট মাঠে না গড়ালে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে প্রায় দুই’শ ক্রিকেটার।

৯৭ ডেস্ক

Read Previous

শ্রীলঙ্কা সফরেই সাকিবের প্রত্যাবর্তন, ফিটনেসের দিকে তাকিয়ে ডোমিঙ্গো

Read Next

রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি, ভক্তদের সাথে সেলফি, অতঃপর দল থেকে বাদ

Total
4
Share