

ম্যানচেস্টার টেস্টে পাকিস্তানি ব্যাটসম্যান ইয়াসির শাহকে আউটের পর অশালীন ভাষা ব্যবহার করে শাস্তি পেলেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ঘটনাচক্রে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা বাবা ক্রিস ব্রডই এই শাস্তি আরোপ করেন ব্রডের ওপর।
শাস্তি হিসেবে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয় স্টুয়ার্ট ব্রডের।
আইসিসির ‘কোড অব কন্ডাক্টের’ ২.৫ ধারা ভঙ্গের দায়ে এই সাজা পেয়েছেন ইংলিশ পেসার। যেখানে উল্লেখ করা হয়, ‘ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি যা বৈষ্যম্য বা আক্রমণাত্মক প্রতিক্রিয়ায় উৎসাহে ব্যবহার হয়।’
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৪৬ তম ওভারের ঘটনা। যখন টেস্টে ইংলিশদের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি স্টুয়ার্ট ব্রড ইয়াসির শাহকে আউট করে অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন।
আইসিসির দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘ব্রড খেলোয়াড় ও খেলোয়াড়দের সমর্থনকারী কর্মীদের সাথে আইসিসি আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে বলে জানা গেছে। যার সাথে সম্পর্কিত ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি যা বিতর্কিত করে বা কোন আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন একজন ব্যাটসম্যানকে আক্রমণাত্মক হতে উৎসাহী করতে পারে।’
‘এছাড়াও ব্রডের শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে যার জন্য ২৪ মাস সময়কালে এটি তার তৃতীয় ডিমেরিট পয়েন্ট। তার আগের ডিমেরিট পয়েন্টগুলো চলতি বছর জানুয়ারিতে ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে চতুর্থ টেস্ট ও ২০১৮ সালের ১৯ আগস্ট ট্রেন্ট ব্রিজে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট শেষে যোগ হয়।’
ব্রড তার অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং তার বাবার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলবরো, রিচার্ড ইলিংওর্থ, তৃতীয় আম্পায়ার মাইকেল গাফ ও চতুর্থ আম্পায়ার স্টিভ ও’শাগনেসি ব্রডের কাছে অভিযোগ করেন।