

করোনা পরবর্তী সময়ে দেশের ক্রিকেট ফিরতে যাচ্ছে শ্রীলঙ্কা সফর দিয়ে। আগামী সেপ্টেম্বরে স্থগিত হওয়া তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে দ্বীপ রাষ্ট্রে উড়াল দিবে টাইগাররা। তবে নতুন করে তার সাথে তিনটি টি-টোয়েন্টি যোগ করার আলোচনা চলছে দুই বোর্ডের মধ্যে। ফলে এখনই সূচি নির্ধারণ সম্ভব হচ্ছেনা। এদিকে দেশ ছাড়ার আগে আইসোলেশনে রেখে করোনা টেস্ট করানো হবে ক্রিকেটারদের, থাকবে কন্ডিশনিং ক্যাম্পও।
আজ (১০ আগস্ট) বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমাদের প্রাথমিক আলোচনা ছিল তিন টেস্টের একটা সিরিজ হবে।’
‘সাথে আরও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব এসেছে যেটা আমরা অভ্যন্তরীণ আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানাবো। এবং সূচির তারিখগুলো আমরা এখনো চূড়ান্ত করিনি, কোন কোন ফরম্যাটে খেলা হবে সেটা চূড়ান্ত করেই তারিখগুলো ফাইনাল করবো।’
কবে নাগাদ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে জানাতে গিয়ে বিসিবি প্রধান নির্বাহী যোগ করেন, ‘জাতীয় দলের চূড়ান্ত ক্যাম্প আমরা যখন সূচি চূড়ান্ত করবো তখনই ঠিক করতে পারবো। সম্ভাব্য যে পরিকল্পনা তাতে সেপ্টেম্বরের শেষের দিকে যদি আমরা শ্রীলঙ্কা সফর করি সেক্ষেত্রে শ্রীলঙ্কা সফরের আগেই এখানে কিছু কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করা হবে।’
করোনা প্রভাবে গৃহবন্দী জাতীয় দলের পুলের ক্রিকেটারদের আগেই করোনা অ্যাপসের আওতায় নিয়ে এসেছে বিসিবি। সেখান থেকেই স্কোয়াডের ক্রিকেটারদের আইসোলেশনে রেখে করোনা টেস্ট করানো হবে। নেগেটিভ প্রমাণিত হওয়ার পর শ্রীলঙ্কার বিমানে চড়ার আগে হবে কন্ডিশনিং ক্যাম্প।
এ প্রসঙ্গে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের একটা অ্যাপসের অধীনে নিয়ে আসা হয়েছে। কোভিড-১৯ ওয়েলবিং অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে তাদের স্বাস্থ্যের অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করছে আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট। যখনই আমরা ক্যাম্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব, তাদেরকে আইসোলেশনে রেখে করোনা টেস্টটা করবো। তারপরেই তাদের রেসিডেন্সিয়াল ক্যাম্পের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’