

চলমান ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের বাকি ম্যাচগুলোতে দেখা যাবেনা ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে। পারিবারিক কারণেই সদ্য সমাপ্ত ম্যানচেস্টার টেস্টের পর নিজেকে সরিয়ে নেন স্টোকস।
এক বিবৃতিতে দ্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড জানায়, ‘আগামী সপ্তাহে ইংল্যান্ড ত্যাগ করবে বেন স্টোকস। নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দিবে সে। পাকিস্তানের বিপক্ষে এজেস বোলে ১৩ আগস্ট থেকে দ্বিতীয় ও ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে তাকে পাওয়া যাবেনা।’
‘ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তার পারিবারিক ইস্যুকে সম্মান দিচ্ছে। এই মুহূর্তে সকল গণমাধ্যমকেও অনুরোধ তার পরিবারের গোপনীয় বিষয়কে সম্মান করার।’
বেন স্টোকসের বাবা গত ডিসেম্বরে ইংল্যান্ড- দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হাসপাতালে থেকে চিকিৎসা সেবা নেন।
গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে নেতৃত্ব দেন জো রুটের পরিবর্তে। দ্বিতীয় টেস্টে দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেন ইংলিশ এই অলরাউন্ডার। সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংস বল হাতে নেন দুই উইকেট।