

করোনা বাধা দূরে সরিয়ে দেশের ক্রিকেট সরব হওয়ার অপেক্ষায়। ইতোমধ্যে শুরু হয়েছে ব্যক্তিগত অনুশীলনও। মিরপুরে দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন সাব্বির রহমান রুম্মন। আজ (৯ আগস্ট) অনুশীলন শেষে জানালেন খেলায় ফিরতে মুখিয়ে আছেন। অন্যান্য দেশে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হতে দেখে হতাশাও কাজ করেছে এই টাইগার ক্রিকেটারের।
করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে গতমাসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে। এরপর ইংলিশরা খেলে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। চলছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজও।
অন্যান্য দেশেও ক্রিকেট ফেরার দ্বারপ্রান্তে, সূচি নির্ধারিত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেরও। চলতি মাসেই শুরু সিপিএল ও এলপিএল। আগামী মাসে আরব আমিরাতে মাঠে গড়াবে আইপিএল।
তবে ব্যক্তিগত অনুশীলনের বাইরে পুরোদমে এখনো ক্রিকেট শুরু করতে পারেনি বিসিবি। চেষ্টার অবশ্য কমতি ছিলনা শুরু থেকেই, নানা আয়োজন সাজিয়েও করোনা পরিস্থিতিতে পিছু হটতে হয়েছে। ব্যক্তিগত অনুশীলন দিয়ে অবশ্য কার্যক্রমে সরব হয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
ম্যাচ খেলার অপেক্ষায় থাকা সাব্বির রহমান আজ মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শেষে বলেন, ‘অনেকদিন ধরেই আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট বন্ধ আছে। এর কারণ হচ্ছে করোনা, কোভিড-১৯। সব প্লেয়াররাই তাকিয়ে আছে কবে শুরু হবে। মাঝে মাঝে হতাশাও কাজ করছে।’
‘অনেকদিন পার হয়ে গেছে। ইংল্যান্ড-পাকিস্তান যখন খেলছে বা ওয়েস্ট ইন্ডিজ যখন খেলেছে তখন খুব ভালো লেগেছে। অন্তত খেলা তো শুরু হয়েছে। আমাদের দেশে যদি সব ঠিকঠাক থাকে ইন শা আল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ম্যাচ খেলবো। খুব উজ্জীবিত হয়ে আছি আমরা খেলার জন্য।’
ম্যাচে ফিরতে মরিয়া সাব্বির আরও যোগ করেন, ‘খুব মরিয়া হয়ে আছি। এর জন্য আমরা অনুশীলন করছি। নিজেদের ফিট রাখার জন্য এবং ভালো কিছু করার জন্য। আশা করি খেলা শুরু হবে ভালো কিছু করবো।’