

আগামীকাল সকালেই ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি আসর ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট খেলতে রওয়ানা করবেন তামিম ইকবাল।
ইংলিশ কন্ডিশনে তামিম বরাবরই ভালো খেলেন সেটা পরীক্ষিত। এর আগেও তামিম কাউন্টিতে খেলেছিলেন ২০১১ সালে। সেবার নটিংহ্যামশায়ারের হয়ে ৫ ম্যাচ খেলে গড়ে ২০.৪০ করে মোট রান করেছিলেন ১০৪।
সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইংলিশ কন্ডিশনে নিজেকে মেলে ধরেছিলেন তামিম ইকবাল। চার ম্যাচ মিলে মোট রান করেছিলেন ২৯৩। যার ভেতর ছিলো ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫ রানের ইনিংস।
এমন ধারাবাহিক পারফরম্যান্স দেখেই কাউন্টি দল এসেক্স থেকে খেলার প্রস্তাব আসে তামিমের কাছে। তামিমও আর প্রস্তাব ফিরিয়ে দেননি কারণ এই সময়ে দেশের কোন খেলা না থাকায়। এই টি-২০ টুর্নামেন্টে সব ম্যাচ না খেলতে পারলেও তামিম খেলতে পারবেন ৭-৮টি ম্যাচ। তামিমের সাথে এসেক্স ঈগলে আছেন নেদারল্যান্ডস এর রায়ান টেন ডেস্কাটে(অধিনায়ক), অ্যালিস্টার কুক, আশার জাইদি, রাবি বোপারা, জেমস ফোস্টারের মত ক্রিকেটাররা।
আজ শুক্রবার থেকে পর্দা উঠছে এই ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টের। দুই গ্রুপে নয়টি করে দল নিয়ে শুরু হচ্ছে এই টি-২০ টুর্নামেন্ট।
তামিমের সম্ভ্যাব্য ম্যাচের সূচিঃ-
৯ জুলাইঃ এসেক্স বনাম কেন্ট (রাত ৮টা)
১৩ জুলাইঃ এসেক্স বনাম সামারসেট (রাত ১২টা)
১৬ জুলাইঃ এসেক্স বনাম গ্ল্যামারগান (সন্ধ্যা ৭টা)
১৯ জুলাইঃ এসেক্স বনাম সারে (রাত ১১টা)
২১ জুলাইঃ এসেক্স বনাম হ্যাম্পশায়ার (রাত ১২টা)
২৩ জুলাইঃ এসেক্স বনাম গ্ল্যামারগান (সন্ধ্যা ৭টা)
২৭ জুলাইঃ এসেক্স বনাম মিডলসেক্স (রাত ১১টা)