জো রুটদের সতর্ক করলেন নাসিম শাহ

নাসিম শাহ
Vinkmag ad

আগামীকাল (৫ আগস্ট) থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড – পাকিস্তান তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। ইংলিশদের পেস আক্রমণকে জবাব দিতে আজহার আলির পাকিস্তানও প্রস্তুত তরুণ পেসারদের নিয়ে। যাদের মধ্যে নাসিম শাহ ও শাহীন শাহ আফ্রিদিকে নিয়ে বাড়তি প্রত্যাশা অধিনায়কের।

নাসিম শাহ নিজেই অবশ্য জানিয়েছেন জো রুটদের সম্মান করেন তবে ভয় পাননা। নিজেকে প্রমাণে বেশ মুখিয়ে আছেন এই তরুণ পেসার। গত বছর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক, এখনো পর্যন্ত পাকিস্তানের জার্সিতে খেলেছেন ৪ টেস্ট। ৪ টেস্টের ছোট্ট ক্যারিয়ারেই গড়েছেন দুটি অসাধারণ রেকর্ড।

সর্বকনিষ্ঠ পেসার হিসেবে ইনিংসে ৫ উইকেট ও সর্বকনিষ্ঠ বোলার হিসেবে তুলে নেন হ্যাটট্রিক। ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে হ্যাটট্রিক করেন এই তরুণ পেসার।

বয়স মাত্র ১৭ বছর, তবে ভেতরে নেই কোন ভয় ভীতি। আগেই জানিয়েছেন ভিরাট কোহলির মত ব্যাটসম্যানকেও ভয় পান না, তবে তার মত ব্যাটসম্যানকে বেশ সম্মান করেন। ভারতীয় কাপ্তানের বিপক্ষে খেলে নিজের সামর্থ্যের পরীক্ষা দিতে চান এই পেসার। এবার ইংল্যান্ড সিরিজের আগেও একই সুর নাসিমের কণ্ঠে। জো রুট, বেন স্টোকসদের সেরা হিসেবে মানেন, তবে ভয় পাননা একটুও।

এ প্রসঙ্গে নাসিম বলেন, ‘জো রুট ও বেন স্টোকস এই দুজন ক্রিকেটারকে আমি অত্যন্ত সমীহ করি। আর তাদের বিপক্ষে নিজেকে পরীক্ষা করা দুর্দান্ত কিছু হবে। আমি ভালো খেলোয়াড়দের সম্মান করি, কিন্তু তাদের ভয় পাইনা।’

ইংলিশ ব্যাটসম্যানদের আধিপত্য বিস্তার করতে দেবেন না উল্লেখ করে তরুণ এই পেসার যোগ করেন, ‘আমি তাদের সম্মান দেখাবো তবে আধিপত্য বিস্তার করতে দিব না। আমি ভাববোও না যে তারা সত্যি ভালো খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়। তাদের বিপক্ষে বল করতে আমি উদ্বিগ্ন বা ভীত হবনা।’

৯৭ ডেস্ক

Read Previous

১ম টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

Read Next

আইপিএলে চীনা স্পন্সর, বিক্ষুব্ধ জনতার আইপিএল বর্জনের হুমকি

Total
9
Share