

স্থগিত হওয়া আইপিএলের এবারের আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আগেই জানিয়েছে বিসিসিআই ও আমিরাত ক্রিকেট বোর্ড। তবে ভারতীয় সরকারের অনুমতি ততদিনে মেলেনি, গতকাল (২ আগস্ট) সরকারি ছাড়পত্র পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।
গতকাল এক ভিডিও কনফারেন্সে নিজেদের মধ্যে সভা শেষে আইপিএল গভর্নিং কাউন্সিল আরও কিছু সিদ্ধান্তের ব্যাপারে জানায়।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলের ১৩ তম আসরের পর্দা উঠবে। যার ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। তবে সংশোধিত সূচিতে ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর।
৫৩ দিনের উইন্ডোতে মাঠে গড়াবে এবারের আসর। যেখানে ১০ টি ম্যাচ ফ্লাডলাইটের আলো ছাড়া অনুষ্ঠিত হলেও বাকি ম্যাচগুলো ফ্লাডলাইটের আলোতে মাঠে গড়াবে। দুপুরের ১০ টি ম্যাচ স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায়, অন্যদিকে বাকি ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭ টায়।
৫৩ দিন ধরে চলবে আইপিএলের এবারের আসর, যা ৮ দলের আইপিএলের সর্বোচ্চ।
মোট তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের ম্যাচগুলো। ভেন্যুগুলো হল শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি।
প্রতিটি দলে সর্বোচ্চ ২৪ জন ক্রিকেটার থাকতে পারবেন, কোভিড-১৯ সাবস্টিটিউট থাকবে যত দরকার তত।
এদিকে ‘বায়ো-সিকিউর’ পরিবেশে টুর্নামেন্টটি আয়োজনের লক্ষ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) নিয়েও আলোচনা করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। খুব শীঘ্রয়ই নিয়ম কানুনগুলো চূড়ান্ত করবে তারা। পুরো আয়োজন নিয়ে দ্রুতই ফ্র্যাঞ্চাইজিদের সাথেও আলোচনায় বসবে আইপিএল গভর্নিং কাউন্সিল।