

আন্তর্জাতিক ওয়ানডেতে ফেরার মিশনে সহজ জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। সফরকারী আয়ারল্যান্ডকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে এউইন মরগানের দল।
মাত্র ১৭৩ রানের জয়ে লক্ষ্যে খেলতে নেমেছিল ইংল্যান্ড। নিয়মিত একাদশের অনেকেই না থাকা ইংল্যান্ড ৭৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছিল।
মনে হচ্ছিল স্বাগতিকদের জয় অতোটা সহজ হবে না। তবে স্যাম বিলিংস অধিনায়ক এউইন মরগানকে সাথে নিয়ে আর বিপদ ঘটতে দেননি। ৫ম উইকেটে অপরাজিত ৯৬ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তারা।
এর আগে ডেভিড উইলি ইংলিশদের জয়ের ভীত গড়ে দেন। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মত ৫ উইকেট শিকার করে আইরিশদের ১৭২ এই গুটিয়ে দেন।
গেলবছরের বিশ্বকাপে সুযোগ না পাওয়া ডেভিড উইলি এখন ইংল্যান্ডের একমাত্র বাঁহাতি পেসার যিনি ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছেন।
View this post on Instagram
David Willey, first left arm pacer to bag a fifer in ODI for England. #ENGvIRE
ডেভিড উইলি, সাকিব মাহমুদদের বোলিং তোপে ২৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল আইরিশরা। সেখান থেকে দলকে ১৭২ অব্দি নিয়ে যেতে বড় অবদান অভিষিক্ত কুর্টিস ক্যাম্ফারের। অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। পরে বল হাতেও ক্যাম্ফার নিয়েছেন ১ উইকেট।
View this post on Instagram
On debut, when Curtis Campher came to the crease, team was 28/5! Well done young lad. #ENGvIRE
এই ম্যাচ দিয়ে শুরু হল আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের যাত্রা। সাউদাম্পটনে ম্যাচ জেতা ইংল্যান্ডের খাতায় যুক্ত হল ১০ পয়েন্ট।
সিরিজের বাকি দুই ম্যাচ ১ ও ৪ আগস্টে।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড ১৭২/১০ (৪৪.৪), স্টারলিং ২, ডেলানি ২২, বালবির্নি ৩, টেক্টর ০, কেভিন ও’ব্রায়েন ২২, টাকার ০, ক্যাম্ফার ৫৯*, সিমি ০, ম্যাকব্রাইন ৪০, ম্যাককার্থি ৩, ইয়াং ১১; ইওলি ৮.৪-২-৩০-৫, সাকিব ৯-১-৩৬-২, রশিদ ১০-৩-২৬-১, কারেন ৭-০-৩৭-১।
ইংল্যান্ড ১৭৪/৪ (২৭.৫), রয় ২৪, বেয়ারস্টো ২, ভিন্স ২৫, ব্যান্টন ১১, বিলিংস ৬৭*, মরগান ৩৬*; ইয়াং ৮-০-৫৬-২, ম্যাকব্রাইন ৮-০-৪৭-১, ক্যাম্ফার ৫-০-২৬-১।
ফলাফল: ইংল্যান্ড ২২.১ ওভার ও ৬ উইকেট হাতে রেখে জয়ী
ম্যাচসেরা: ডেভিড উইলি (ইংল্যান্ড)।