অভিষেকে আলো ছড়ালেন ক্যাম্ফার

কুর্টিস ক্যাম্ফার
Vinkmag ad

১৩৯ দিনের লম্বা বিরতি শেষে আজ আবার মাঠে গড়িয়েছে আন্তর্জাতিক ওয়ানডে। ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগ।

সাউদাম্পটনের দ্য রোজ বোলে টসে জিতে আগে সফরকারীদের ব্যাট করতে পাঠান ইংলিশ অধিনায়ক এউইন মরগান। ১ম ওভারের ৪র্থ বলেই মরগানের মুখে হাসি ফোটান ডেভিড উইলি। পল স্টারলিংকে ২ রানের বেশি না করতে দিয়ে সাজঘরে ফেরান। নিজের করা পরবর্তী ওভারের ১ম বলে ফেরান আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে (৩)।

ওয়ানডে অভিষেকে রানের খাতা খোলার আগেই সাকিব মাহমুদের বলে বোল্ড হন হ্যারি টেক্টর। ইনিংসের ৭ম ওভারের ২য় ও ৩য় বলে গ্যারেথ ডেলানি ও লোরকান টাকারকে ফেরান ডেভিড উইলি।

দলের রান যখন ৫ উইকেটে ২৮, তখন সাত নম্বরে ব্যাট করতে নামেন অভিষিক্ত কুর্টিস ক্যাম্ফার। অভিজ্ঞ কেভিন ও’ব্রায়েনের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। তবে দলকে আরেক দফা বিপদে ফেলে কোন রান না করে রান আউট হন সিমি সিং।

৮ম উইকেটে অ্যান্ডি ম্যাকব্রাইনকে সাথে নিয়ে ৬৬ রান স্কোরবোর্ডে জমা করেন ক্যাম্ফার। এরপর লেজের দিকের ব্যাটসম্যানদের সাথে ব্যাট চালিয়ে দলকে ১৭২ রান অব্দি নিয়ে যান ক্যাম্ফার।

৪৪.৪ ওভারে আইরিশরা যখন ১৭২ রানেই অলআউট, তখন কুর্টিস ক্যাম্ফার অপরাজিত ৫৯ রানে। ২৪৮ মিনিট উইকেটে থেকে ১১৮ বল খেলে ৪ টি চারের সাহায্যে ৫৯ রান করে অপরাজিত থাকেন তিনি।

ইংল্যান্ডের পক্ষে ৫ উইকেট নেন ডেভিড উইলি। ওয়ানডে ক্যারিয়ারে এটি উইলির প্রথম ৫ উইকেট শিকার। ২ উইকেট নেন সাকিব মাহমুদ, ১ টি করে উইকেট নেন আদিল রশিদ ও টম কারেন।

সংক্ষিপ্ত স্কোর (১ম ইনিংস শেষে)-

আয়ারল্যান্ড ১৭২/১০ (৪৪.৪), স্টারলিং ২, ডেলানি ২২, বালবির্নি ৩, টেক্টর ০, কেভিন ও’ব্রায়েন ২২, টাকার ০, ক্যাম্ফার ৫৯*, সিমি ০, ম্যাকব্রাইন ৪০, ম্যাককার্থি ৩, ইয়াং ১১; ইওলি ৮.৪-২-৩০-৫, সাকিব ৯-১-৩৬-২, রশিদ ১০-৩-২৬-১, কারেন ৭-০-৩৭-১।

৯৭ ডেস্ক

Read Previous

বন্যার্তদের পাশে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’

Read Next

আইসিসির কাছে আফগানিস্তানের আর্থিক সাহায্যের আবেদন

Total
3
Share