

আরেকটু গুছিয়ে যাত্রা শুরু করার কথা ছিল সাকিব আল হাসানের প্রতিষ্ঠিত ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের’। তবে করোনা ভাইরাস প্রভাবে আগেই কার্যক্রম শুরু করে এবার বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’। টাইগারদের পোস্টারবয় অসহায় মানুষের সাহায্যে অনুদানের আহ্বান করেছেন ভক্ত সমর্থকদের কাছেও।
একদিকে মহামারী করোনার প্রকোপ অন্যদিকে বন্যার পানিতে অসহায় জীবন, মাঝে ঝড় তুলে গেছে ঘূর্ণিঝড় আম্ফান। এমন পরিস্থিতি শুরু থেকেই কাজ করে আসছে ‘দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশন।’
সম্প্রতি সিরাজগঞ্জে বন্যার্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে টাইগার অলরাউন্ডারের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটি। নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া পোস্টে সাকিব আল হাসান অন্যদেরও এগিয়ে আসার আহ্বান করেছেন।
তিনি লিখেন, ‘এমন কঠিন সময়েও মানুষের মুখে হাসি ফোটাতে আমরা চালিয়ে যাচ্ছি নিরন্তর প্রচেষ্টা। প্রিয় সিরাজগঞ্জবাসী, হাল ছাড়বেন না! মনে রাখবেন আমরা আছি আপনাদের সেবায়, আপনাদের পাশে।’
‘সিরাজগঞ্জের বন্যা আক্রান্ত গ্রামগুলোতে ত্রাণসামগ্রী বিতরণে আমাদের সব ধরনের সহায়তা করায় বিশেষ ধন্যবাদ জানাতে চাই, লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে (কমান্ডিং অফিসার, র্যাব-১২)।’
অন্যদের এগিয়ে আসার অনুরোধ করে সাকিব আরও যোগ করেন, ‘আমি আন্তরিকভাবে সবাইকে অনুরোধ করছি যে, এই বিপর্যস্ত সময়ে অসহায় মানুষের প্রতি আপনার সাহায্যের হাতটি বাড়িয়ে দিন। আমাদের পথচলায় যোগ দিন। অনুদানের জন্য ভিজিট করুন www.sahfbd.com (ওয়েবসাইটে)।’
উল্লেখ্য, করোনাকালে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ অসহায় মানুষকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষার্থে পিপিই সরবরাহ করে। এছাড়া করোনা পজিটিভ হওয়া রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত ও মৃতদের দাফনে সাহায্য করতে অ্যাম্বুলেন্স সেবাও প্রদান করে আসছে তারা।