

৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত পাকিস্তানের ২০ সদস্যের স্কোয়াডে আছেন ৮ পেসার। স্কোয়াডে পেসারদের এতটা আধিক্যতা মোটেও পছন্দ হয়নি দেশটির সাবেক তারকা পেসার শোয়েব আখতারের।
স্থানীয় একটি চ্যানেলে শোয়েব জানান ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য পাকিস্তানের নির্বাচকরা যে পদ্ধতি বেছে নিয়েছেন তা সম্পর্কে তিনি অবগত নন। অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের ভাবনা নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এই তারকা পেসার।
শোয়েব আখতার বলেন, ‘তারা ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এই ২০ জনের মধ্যে ২২ জনই পেসার। কারা তাদের নির্বাচন করেছে সেটা আমাদের দেখতে হবে। নির্ভর করছে অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের উপর, তারা কি ধরণের মাইন্ড সেট নিয়ে এগোতে চান।’
‘তারা কি চায় এবং পিচের আচরণ কেমন হবে? ম্যানেজমেন্ট পুরো ব্যাপারটিকে কীভাবে দেখছে সেটাও বিষয়। তারা কি করতে চায় সেটা সম্পর্কে ধারণা নেই আমার। একাদশ তালিকা দেখার পরই আপনি জানতে পারবেন তারা কি ধরণের মানসিকতা নিয়ে সামনে যাচ্ছে। তার আগ পর্যন্ত আমরা কিছুই জানিনা।’
৪৪ বছর বয়সী শোয়েব আখতার মনে করেন সেরা একাদশ বেছে নিতে ব্যর্থ হলে সমালোচনার মুখে পড়বেন কোচ ও নির্বাচক মিসবাহ উল হক। তিনি বলেন, ‘আপনি যদি টেস্ট ম্যাচটি হারেন বাজে দল নির্বাচনের কারণে তাহলে কঠিন সমালোচনা হবে। যদি ৪০ জন খেলোয়াড় যায় এবং সেখান থেকেও আপনি সেরা দল নির্বাচন করতে না পারেন তাহলে আপনি আর কি করবেন? আমি টিম ম্যানেজমেন্টের ব্যাপারে দুঃখিত তবে তাদের সেরা একাদশ বেছে নেওয়া উচিৎ।’
উল্লেখ্য, ইংল্যান্ড সফরে পাকিস্তান সমান তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আগামী ৫ আগস্ট ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম টেস্ট মাঠে গড়াবে। পরের দুটি টেস্ট সাউদাম্পটনের রোজ বোলে যথাক্রমে ১৩ ও ২১ আগস্ট শুরু হবে। একই ভেন্যুতে টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট, ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর।