

ক্রিকেট ইতিহাসে ভারতের মাহেন্দ্র সিং ধোনি ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং অন্যতম সফল দুই অধিনায়ক। পন্টিং জিতেছেন টানা দুই ক্রিকেট বিশ্বকাপ। ধোনি পৃথিবীর একমাত্র অধিনায়ক যিনি কিনা আইসিসির তিনটি ইভেন্টেই দলকে চ্যাম্পিয়ন করেছেন।
এই দুই অধিনায়কের মধ্যে কে সেরা সেটা বেছে নেওয়া কষ্টসাধ্যই বটে। সেই কাজটাই করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
নিজের টুইটারে #AskAfridi হ্যাশট্যাগে ভক্তদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করেছিলেন আফ্রিদি। সেখানে এক ভক্ত প্রশ্ন করেন ধোনি ও পন্টিংয়ের মধ্যে অধিনায়ক হিসাবে কাকে এগিয়ে রাখেন আফ্রিদি?
Better captain
Dhoni or ponting ?
Lala choice— Kaleem Ullah ● (@KaleemU62165370) July 29, 2020
উত্তরে আফ্রিদি ধোনির নাম নেন। তিনি বলেন, ‘আমি ধোনিকে পন্টিংয়ের চেয়ে কিছুটা এগিয়ে রাখি, কারণ সে তারুণ্যে ভরা নতুন এক দলকে গড়ে তুলেছে।’
I rate Dhoni a bit higher than Ponting as he developed a new team full of youngsters
— Shahid Afridi (@SAfridiOfficial) July 29, 2020
অধিনায়ক হিসাবে পন্টিং ও ধোনির পরিসংখ্যান-
রিকি পন্টিং- ৭৭ টেস্টে ৪৮ জয়, ১৬ পরাজয়, ১৩ ড্র
মাহেন্দ্র সিং ধোনি- ৬০ টেস্টে ২৭ জয়, ১৮ পরাজয়, ১৫ ড্র
রিকি পন্টিং- ২৩০ ওয়ানডেতে ১৬৫ জয়, ৫১ পরাজয়
মাহেন্দ্র সিং ধোনি- ২০০ ওয়ানডেতে ১১০ জয়, ৭৪ পরাজয়
রিকি পন্টিং- ১৭ ম্যাচে ৭ জয়, ১০ পরাজয়
মাহেন্দ্র সিং ধোনি- ৭২ ম্যাচে ৪১ জয়, ২৮ পরাজয়