

ইংল্যান্ডের মাটিতেই ১১৭ দিন বিরতির পর খুলেছিল ক্রিকেটের বন্ধ দুয়ার। দর্শকশুন্য মাঠে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ খেলে ফেলেছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এবার ফেরার পালা ওয়ানডে ফরম্যাটের।
১৩৯ দিন বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ৫০ ওভারের ম্যাচ। এই ম্যাচ তথা সিরিজ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ।
ম্যাচ বৃত্তান্ত-
ইংল্যান্ড-আয়ারল্যান্ড, ১ম ওয়ানডে
৩০ জুলাই, সাউদাম্পটন
খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা
ম্যাচ দেখাবে সনি সিক্স
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ-
জেসন রয়, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জেমস ভিন্স, এউইন মরগান (অধিনায়ক), জো ডেনলি, টম ব্যান্টন, মইন আলি, ডেভিড উইলি, টম কারেন, আদিল রশিদ ও সাকিব মাহমুদ।
আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ-
পল স্টারলিং, গ্যারেথ ডেলানি, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), উইলিয়াম পোর্টারফিল্ড, কেভিন ও’ব্রায়েন, লোরকান টাকার (উইকেটরক্ষক), সিমি সিং, কুর্টিস ক্যাম্ফার, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি ও জশ লিটল।