

ম্যানচেস্টারে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ নির্ধারনী শেষ টেস্টের পর আইসিসি টেস্ট র্যাংকিং হালনাগাদ করেছে। লম্বা লাফ দিয়েছেন স্টুয়ার্ট ব্রড, ওলি পোপ, ররি বার্নসরা।
এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে ব্যাট হাতে ৬২ রান করার পর দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে নেন স্টুয়ার্ট ব্রড। ম্যাচসেরা হওয়া ব্রড বোলারদের র্যাংকিংয়ে এগিয়েছেন ৭ ধাপ। ৮২৩ রেটিং পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছেন ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা ব্রড।
ব্রড ৭ ধাপ এগিয়েছেন ব্যাটসম্যানদের র্যাংকিংয়েও। অলরাউন্ডারদের র্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে আছেন ১১ নম্বরে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া ক্রিস ওকস ক্যারিয়ার সেরা রেটিং ৬৫৪ নিয়ে বোলারদের র্যাংকিংয়ে আছেন ২০ নম্বরে।
ব্যাটসম্যান ররি বার্নস জোড়া ফিফটি করে ক্যারিয়ার সেরা ৬৬১ রেটিং পয়েন্ট নিয়ে ১৩ ধাপ এগিয়ে আছেন ১৭ নম্বরে। ২৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৬ নম্বরে আছেন ওলি পোপ। ৬ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন জস বাটলার।
ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শাই হোপ দুই ধাপ এগিয়েছেন ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে। বোলারদের তালিকায় ১ ধাপ এগিয়ে ১৫ নম্বরে আছেন কেমার রোচ।
আইসিসি র্যাংকিং (টেস্ট ব্যাটসম্যান)-
১. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৯১১
২. ভিরাট কোহলি (ভারত)- ৮৮৬
৩. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৮২৭
৪. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৮১৪
৫. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৮১২
৬. বাবর আজম (পাকিস্তান)- ৮০০
৭. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৭৯৩
৮. চেতেশ্বর পুজারা (ভারত)- ৭৬৬
৯. জো রুট (ইংল্যান্ড)- ৭৫১
১০. আজিঙ্কা রাহানে (ভারত)- ৭২৬
আইসিসি র্যাংকিং (টেস্ট বোলার)-
১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৯০৪
২. নেইল ওয়েগনার (নিউজিল্যান্ড)- ৮৪৩
৩. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)- ৮২৩
৪. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৮১২
৫. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৮১০
৬. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৮০২
৭. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৭৯৭
৮. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৭৭৯
৯. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৭৭০
১০. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৭৬৯
আইসিসি র্যাংকিংয়ে শীর্ষ পাঁচ টেস্ট অলরাউন্ডার-
১. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৪৯০
২. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৪৪৭
৩. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৩৯৭
৪. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ২৯৮
৫. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ২৮১