

আগামী ৫ আগস্ট থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ৩ ম্যাচের টেস্ট সিরিজ। ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা।
১৪ সদস্যের অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে ইংলিশ নির্বাচকরা।
বলাই বাহুল্য, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মত এই সিরিজও হবে দর্শকহীন স্টেডিয়ামে। মানা হবে বায়ো সিকিউর প্রটোকল।
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড-
জো রুট (অধিনায়ক), জিমি অ্যান্ডারসন, জফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাউলে, স্যাম কারেন, ওলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।
রিজার্ভ ক্রিকেটার- জেমস ব্রেসি, বেন ফোকস, জ্যাক লিচ ও ড্যান লরেন্স।
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড-
আজহার আলি (অধিনায়ক), বাবর আজম (সহ অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইমাম উল হক, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, উসমান খান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ।
ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজের সূচি-
১ম টেস্ট- ৫-৯ আগস্ট, এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ড
২য় টেস্ট- ১৩-১৭ আগস্ট, এজেস বোল
৩য় টেস্ট- ২১-২৫ আগস্ট, এজেস বোল
ইংল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি-
১ম টি-টোয়েন্টি- ২৮ আগস্ট, এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ড
২য় টি-টোয়েন্টি- ৩০ আগস্ট, এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ড
৩য় টি-টোয়েন্টি- ১ সেপ্টেম্বর, এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ড।