

করোনা প্রভাবে থমকে গিয়েছিল দেশের সব ধরণের ক্রিকেটই। তবে ধীরে ধীরে ফিরতে শুরু করেছে ক্রিকেটের কার্যক্রম। গতকাল (২৮ জুলাই) করোনা পরবর্তী পরিচালকদের প্রথম সভা অনুষ্ঠিত হয় বিসিবিতে। মূলত প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের কার্যক্রম নিয়ে।
করোনা পরবর্তী ব্যক্তিগত অনুশীলনের মধ্য দিয়ে মাঠে ফিরছে ক্রিকেটাররা। আজ (২৯ জুলাই) থেকে ১০ দিনের ছুটি শুরু হলেও ঈদের পর পুরোদমে সব ধরণের ক্রিকেটের অনুশীলন শুরু করতে চায় বিসিবি। পরিকল্পনা সাজানো হচ্ছে সেভাবেই।
হাই পারফরম্যান্সের (এইচপি) ক্যাম্পও শুরু হবে জাতীয় দলের সাথেই। ইতোমধ্যে কোচ নিয়োগের প্রক্রিয়াও শেষদিকে। তিন ইংলিশ কোচের সংক্ষিপ্ত তালিকাও করা হয়েছে। সবকজনই ব্যাটিং বিশেষজ্ঞ। যাদের মধ্যে নাম আছে জেমস ফস্টার, টিম রবিনসন ও টবি রেডফোর্ডের।
এদিকে রাজধানীর পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজও থমকে গিয়েছিল করোনার প্রভাবে। করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক না হলেও ঘর সচল হতে শুরু করেছে ক্রিকেট পাড়া। বোর্ড পরিচালকদের সভায় শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ পেতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা হয়েছে।
দেশি বিদেশি শীর্ষস্থানীয় ২৫ টি কোম্পানি কাজ পেতে আগ্রহ প্রকাশ করেছে। সেখান থেকে যাচাই বাছাইয়ের পর ৮-১০ টি কোম্পানির নাম বোর্ডে সুপারিশ করা হবে। এরপরই চূড়ান্ত হবে কাজ পাওয়া কোম্পানি।
এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘সংক্ষিপ্ত তালিকা বোর্ড গ্রহণ করলে কোম্পানিগুলোকে প্রেজেন্টেশন দিতে বলা হবে বিশেষজ্ঞদের উপস্থিতিতে।’
সূত্রঃ সমকাল