

আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) আজ (২৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ লঞ্চ করেছে। সাউদাম্পটনে ৩০ জুলাই থেকে শুরু হবে এই সুপার লিগ, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ দিয়ে।
২০২৩ সালে ভারতে বসবে ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপে শীর্ষ সাত দল সরাসরি খেলবে,বাকিদের খেলতে হবে কোয়ালিফাইং। কারা কোয়ালিফাই করবে তা নির্বাচিত হবে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের মাধ্যমে।
একনজরে-
- ১৩ দল- আইসিসির ১২ সদস্য দেশ ও নেদারল্যান্ডস
- প্রত্যেক দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে সিরিজ খেলবে (৩ ম্যাচের)
- ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ বিশ্বকাপে শীর্ষ ৭ দল (ভারত ছাড়া) সরাসরি খেলবে
ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হবে মোট ১৩ দল। আইসিসির ১২ টি পূর্ণ সদস্য দেশ, সাথে ২০১৫-১৭ সুপার লিগ জেতা নেদারল্যান্ডস। এই সুপার লিগে প্রত্যেক দেশ ৪ টি করে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে। সিরিজগুলো হবে তিন ম্যাচের।
এই লিগের ১ম সিরিজের কথা উল্লেখ করলেও বাকি সূচির কথা জানায়নি আইসিসি।
ইংল্যান্ড আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সূচি-
১ম ওয়ানডে- ৩০ জুলাই, এজেস বোল
২য় ওয়ানডে- ১ আগস্ট, এজেস বোল
৩য় ওয়ানডে- ৪ আগস্ট, এজেস বোল।
ICC launches Men’s Cricket World Cup Super League
For more information, please refer to the press release here: https://t.co/LDy0igESDG
— ICC Media (@ICCMediaComms) July 27, 2020