

ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার ইংলিশ ব্যাটসম্যান ওলি পোপের মাঝে ইয়ান বেলের ছায়া দেখতে পেয়েছেন।
চলমান ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় ওলি পোপকে নিয়ে এক টুইট করেন শচীন। সেখানে লেখেন, ‘ওলি পোপের ব্যাটিং দেখে মনে হয়েছে ইয়ান বেলের মত। তার স্ট্যান্স ও ফুটওয়ার্ক আমার কাছে একই রকম লেগেছে।’
Been watching the 3rd Test, @OPope32 seems to have modeled his batting on @Ian_Bell.
His stance and footwork looks exactly the same to me. #ENGvWI pic.twitter.com/sEvNKr1YFZ— Sachin Tendulkar (@sachin_rt) July 24, 2020
পরে শচীনের টুইট রিটুইট করেছেন ইয়ান বেল। লিখেছেন, ‘গ্রেট শচীন টেন্ডুলকারের সঙ্গে তর্ক করার আমি কে! আশা করি ওলি পোপ আজও ভাল খেলবে এবং বড় শতক হাঁকাবে।’
Who am I to argue with the great man, @sachin_rt! 🙌
Hopefully @OPope32 can kick on and score a big hundred today! https://t.co/iWQmdgkpjS— Ian Bell (@Ian_Bell) July 25, 2020
ইংল্যান্ডের পক্ষে ১১৮ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ৮ টি টি-টোয়েন্টি খেলেছেন ইয়ান বেল। ৩৮ বছর বয়সী বেল রান করেছেন যথাক্রমে ৭৭২৭, ৫৪১৬ ও ১৮৮। টেস্টে ২২ ও ওয়ানডেতে ৪ টি সেঞ্চুরি করেছেন। তিন ফরম্যাট মিলে ফিফটি করেছেন ৮২ টি।
২২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান ওলি পোপ ম্যানচেস্টারে খেলছেন নিজের ১০ম টেস্ট। প্রথম শ্রেণির ক্রিকেটে পোপের গড় প্রায় ৬০ ছুঁইছুঁই।