ডার্বিতে আলো ছড়ালেন সোহেল খান

সোহেল খান
Vinkmag ad

শান মাসুদ, আবিদ আলি, আজহার আলি, বাবর আজম, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান- ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টপ-মিডল অর্ডার এমনই হবার কথা। ডার্বিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা ৪ দিনের প্রীতি ম্যাচে এই ব্যাটিং অর্ডার নিয়েই খেলেছে সবুজ দল।

যদিও প্রথম ৬ জনের ৪ জনই দুই অঙ্কের রান করতে পারেননি। চারে নেমে বাবর আজম খেলেছেন ৭৭ বলে ৩২ রানের ইনিংস। ছয়ে নামা মোহাম্মদ রিজওয়ান করেছেন ১৮ রান।

আবিদ আলি, শান মাসুদ ও আজহার আলিকে সাজঘরে ফিরিয়ে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন সাদা দলকে দারুণ শুরু এনে দেন সোহেল খান। ৩৬ বছর বয়সী এই ডানহাতি পেসার পরে ফেরান শাদাব খান ও শাহীন শাহ আফ্রিদিকেও।

সোহেল খানের বোলিং তোপে ৪৮ তম ওভারে ১১৩ রানেই অলআউট হয় সবুজ দল। ২ উইকেট নেন ফাহিম আশরাফ।

ব্যাট করতে নেমে ঠিকঠাক শুরু করলেও আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় সাদা দলের ইমাম উল হককে। ফখর জামান, হায়দার আলি, ইফতিখার আহমেদরা বড় রান করতে পারেননি। ফাওয়াদ আলম ১৮ ও সরফরাজ আহমেদ ৬ রান নিয়ে দিনের খেলা শেষ করেন। সাদা দল ৭ উইকেট হাতে রেখে পিছিয়ে ২৫ রানে।

সাদা দলের পক্ষে ১ টি করে উইকেট নেন নাসিম শাহ, শান মাসুদ ও ইয়াসির শাহ।

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)-

সবুজ দল ১১৩/১০ (৪৭.১), শান ৯, আবিদ ১, আজহার ৬, বাবর ৩২, আসাদ ৯, রিজওয়ান ১৮, শাদাব ১১, ইয়াসির ৮*, আফ্রিদি ৩, আব্বাস ৪, নাসিম ২; সোহেল ১৬-৪-৩৭-৫, ইমরান ১০-০-৩৫-১, ফাহিম ১২-৫-১৬-২, কাশিফ ৩.১-১-৩-১।

সাদা দল ৮৮/৩ (৩৪), ইমাম ১৯ (রিটায়ার্ড হার্ট), ফখর ২২, হায়দার ৭, ইফতিখার ৭, ফাওয়াদ ১৮*, সরফরাজ ৬*।

*** ১ম দিন শেষে সবুজ দল ২৫ রানে এগিয়ে।

৯৭ ডেস্ক

Read Previous

বাটলার-পোপ জুটিতে ১ম দিন ইংল্যান্ডের

Read Next

পোপের মাঝে বেলের ছায়া দেখছেন শচীন

Total
1
Share