

টাইগারদের পোস্টারবয় সাকিব আল হাসান মাস কয়েক আগে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। তরুণ বয়সে বাংলাদেশের জার্সিক গায়ে চাপানোর পর কেটে গেছে এক যুগের বেশি সময়। আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়েই গিয়েছেন সাকিব। শুরুর আগ্রাসনে এসেছে পরিবর্তন। একটা সময় বিতর্ক যেন ছায়ার মত লেগে থাকতো টাইগার অলরাউন্ডারের। সন্তানের বাবা হওয়াটা তাকে আমূলে বদলে দিয়েছে বলছেন নিজেই।
ব্যাটে-বলে সমান তালে পারফর্ম করার পাশাপাশি অন্তর্মুখী চরিত্রও সাকিব আল হাসানকে সামনে আনতো বারবার। বিতর্কিত সাকিব বেশ কয়েকবারই গুনেছেন জরিমানা, হয়েছেন নিষিদ্ধ। তবে সব বিতর্কের জন্য নিজেই দায়ী নন বলে মত বর্তমানে তথ্য গোপনের অভিযোগে নিষেধাজ্ঞা থাকা সাকিব।
ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি এই টাইগার অলরাউন্ডার বলেন, ‘বিতর্ক কখনো আমাকে তাড়া করেছে, আবার আমিই কখনো বিতর্ক ডেকে এনেছি। বলা যায় দুটোই হয়েছে আমার ক্ষেত্রে। ক্যারিয়ারের এত শুরুতেই আমি অধিনায়কত্ব পেয়েছিলাম, ওই বয়সে ভুল করাটাই স্বাভাবিক ছিল।’
‘যখন ২১ বছর তখন অধিনায়ক হয়েছি। আমি অনেক ভুল করেছি। মানুষ আমার ব্যাপারে ভাবতে গেলে অনেক কিছুই মাথায় আসে। আমি এখন বুঝতে পারি, কিছু ক্ষেত্রে আমার ভুল ছিল। আবার কিছু ক্ষেত্রে আমাকে ভুল বোঝা হয়েছে। কিন্তু আমি সেটা এখন পুরোপুরি বুঝতে পারি। উপমহাদেশে এটা খেলার অংশ।’
মাস তিনেক পরেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও মাঠে ফিরবেন টাইগার অলরাউন্ডার। দুই সন্তানের বাবা হওয়াটা সাকিবের জীবন বদলে দিয়েছে, পরিবর্তিত জীবনে ভুলের সংখ্যাও কমাতে চান।
সাকিব যোগ করেন, ‘আমি অবশ্যই চাইব নিজের ভুলের সংখ্যা কমিয়ে আনতে। আমি এর মাঝে বিয়ে করেছি এখন দুটো বাচ্চা আছে। এখন আমি খেলা ও জীবনটা আরও ভালো বুঝি।’
‘২০ বছরের আমি যেমন ছিলাম, তার তুলনায় অনেক শান্ত বানিয়েছে এ বিষয়গুলো। আমি অনেক বদলে গেছি। আমাকে এখন আর অত ভুল করতে দেখে না মানুষ। আমার দুই কন্যা আমার জীবনটা একদম বদলে দিয়েছে।’