

ক্রিকেট ইতিহাসে স্যার ভিভ রিচার্ডস ও স্যার ইয়ান বোথামের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই দুই কিংবদন্তি ক্রিকেটারকে সম্মান দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এরপর থেকে দুই দেশের টেস্ট সিরিজের নাম হবে রিচার্ডস-বোথাম ট্রফি।
ইংল্যান্ডে চলছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের টেস্ট সিরিজ। যার শেষ টেস্টটি আজ থেকে মাঠে গড়াবে ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে। এই সিরিজের নাম উইজডেন ট্রফি।
তবে ভবিষ্যতে দুই সাবেক ক্রিকেটারের প্রতি সম্মান দেখাবে দুই দেশের বোর্ড। টেস্ট সিরিজের নাম হবে রিচার্ডস-বোথাম সিরিজ।
দুই দলের লড়াইয়ে দারুণ কিছু ম্যাচে খেলেছেন এই দুই সাবেক ক্রিকেটার। সমারসেটে খেলেছেন একসঙ্গেও।
এই খবর টুইটারে টুইট করে স্যার ভিভ রিচার্ডস জানিয়েছেন তিনি এতে গর্বিত।
Honoured to have such a historic series named after me & Ian. I believe it’s the reward for the undying passion towards the game and the unaltered relationship through the years. Blessed! 🙏🏽 https://t.co/BcA7xv8xXL
— Sir Vivian Richards (@ivivianrichards) July 23, 2020
As it should be. Can imagine in years to come this will be a 🔥 contest between both Eng and the WI sides. Though this series is on a 🔪 edge
— Lisa Sthalekar (@sthalekar93) July 24, 2020
Sir it’s our honour, Somerset’s two greatest cricketers, right up there at the top in cricket’s history. Now named after you and Sir Ian, I shall never miss a ball in my lifetime….
— Dr. Nauman Niaz (@DrNaumanNiaz) July 23, 2020
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১২১ টেস্ট, ১৮৭ ওয়ানডে খেলেছেন ভিভ রিচার্ডস। রান করেছেন যথাক্রমে ৮৫৪০ ও ৬৭২১। সাথে উইকেট পেয়েছেন ৩২ ও ১১৮ টি।
ইংল্যান্ডের পক্ষে ১০২ টেস্ট ও ১১৬ ওয়ানডে খেলা ইয়ান বোথামের রান যথাক্রমে ৫২০০ ও ২১১৩। সাথে উইকেট ৩৮৩ ও ১৪৫ টি।