

সাকিব আল হাসানের ফুটবল প্রেম সম্পর্কে সবাইই কম বেশি জানে। বিভিন্ন সাক্ষাৎকারে ফুটবল নিয়ে প্রশ্ন থাকে সাকিবের জন্য। ব্যক্তিগতভাবে আর্জেন্টিনা, বার্সেলোনার সমর্থক সাকিব লিওনেল মেসির ভক্ত। তবে সাকিব জানিয়েছেন, ব্যক্তি হিসাবে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর মত।
ইএসপিএনক্রিকইনফোর ক্রিকেটবাজি উইত দ্বীপদাসগুপ্তায় সাকিব কথা বলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে। মাঠের মেসিকে অনুসরণ করলেও মাঠের বাইরে মেসিকে খুব বেশি অনুসরণ করেন না তিনি।
সাকিব বলেন, ‘সে (নিওনেল মেসি) আমার জন্য অনুপ্রেরণা। যদিও আমি তাকে মাঠের বাইরে অনুসরণ করি না। কারন সে মিডিয়াতে খুব কম কথা বলে। ইদানীং কালে সে কিছু কথা বলা শুরুর করেছে। ২-৩ বছর আগেও আমি তাকে মিডিয়ার সামনে খুব বেশি কথা বলতে দেখিনি। সাম্প্রতিক সময়ে সে একটু সরব হয়েছে।’
‘রোনালদো (ক্রিশ্চিয়ানো) এমন একজন যে সবসময় কথা বলে। সে যা মনে করে তা বলে দেয়।’
এই বয়সেও রোনালদো ও মেসির পারফরম্যান্সের উর্ধ্বমুখী গ্রাফ সাকিবকে অবাক করে।
‘আমি মনে করি আমি সিআর৭ এর মত, তবে আমি মেসিকে পছন্দ করি। আমি মনে করি সে অসাধারণ। ৩৫ বছর বয়সেও সে যেভাবে পারফর্ম করছে তা বিশ্বমানের। সে যেমন ফিট তাতে আরো ৩-৪ বছর খেলতে পারবে। সাধারণত ফুটবলারদের তেজ ৩২ এর পর কমে যায়। তবে এই দুজনের গ্রাফ এখনও উর্ধ্বমুখী।’
দুজনের খেলা সাকিবকে রোমাঞ্চিত করে, অনুসরণও করেন তাদের। তবে নিজের চারিত্রিক বৈশিষ্ট্য রোনালদোর সঙ্গে মেলে বলে মনে করেন তিনি।
‘আমি দুজনকেই অনুসরণ করি। আমি পছন্দ করি যেভাবে মেসি খেলে এবং নিজেকে মাঠে প্রদর্শন করে। তবে আমি মনে করি আমার ক্যারেক্টার রোনালদোর সঙ্গে যায়। বেশি সরব, স্পষ্টবাদী, মাঠে প্রতিক্রিয়া দেখানো, এসব আমি যা করি সাধারণত রোনালদোর মত। মেসি নিজের ইমোশন মাঠে খুব কমই দেখায়। আমি রোনালদোর মত, তবে আমি মেসিকে পছন্দ করি (হাসি)।’