

সাউদাম্পটন টেস্ট জিতেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে সমতা এনেছে স্বাগতিক ইংল্যান্ড। আগামীকাল (২৪ জুলাই) থেকে শুরু হবে শেষ টেস্ট। ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে এই ম্যাচকে সামনে রেখে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি (দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড)।
বায়ো সিকিউর প্রটোকল ভেঙে ২য় টেস্ট থেকে বাদ পড়া জফরা আর্চার আছেন স্কোয়াডে। দ্বিতীয় টেস্টে বিশ্রাম পাওয়া জিমি অ্যান্ডারসন ও মার্ক উড ফিরেছেন।
স্কোয়াডে বেন স্টোকস ছাড়া পেসার আছেন ৬ জন- জিমি অ্যান্ডারসন, জফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, স্যাম কারেন, ক্রিস ওকস ও মার্ক উড।
শেষ টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড-
জো রুট (অধিনায়ক), জিমি অ্যান্ডারসন, জফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাউলে, স্যাম কারেন, ওলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।

We have named our squad for the #raisethebat Test series decider against @windiescricket 👇
— England Cricket (@englandcricket) July 23, 2020