

ম্যানচেস্টারে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট শেষে বদল এসেছে আইসিসির র্যাংকিংয়ে। জেসন হোল্ডারকে সরিয়ে টেস্টে শীর্ষ অলরাউন্ডার এখন বেন স্টোকস। ম্যাচে ২৫৪ রান করা স্টোকসের উন্নতি হয়েছে ব্যাটসম্যানদের র্যাংকিংয়েও।
৬ ধাপ এগিয়ে মারনাস লাবুশেইনের সঙ্গে যৌথভাবে ৩ নম্বরে আছেন বেন স্টোকস। শীর্ষস্থানে যথারীতি স্টিভ স্মিথ, দুই নম্বরে ভিরাট কোহলি।
ম্যানচেস্টার টেস্টের ১ম ইনিংসে সেঞ্চুরি করা ডম সিবলি এগিয়েছেন ২৯ ধাপ, আছেন ক্যারিয়ার সেরা অবস্থানে (৩৫)। ওয়েস্ট ইন্ডিজের শামার ব্রুকস ২৭ ধাপ এগিয়েছেন, আছেন ক্যারিয়ার সেরা ৪৫ তম অবস্থানে।
এক ম্যাচ বিরতি দিয়ে মাঠে ফেরা স্টুয়ার্ট ব্রড ফিরেছেন সেরা দশে। ম্যাচে ৬ উইকেট নেওয়া ব্রড এখন ১০ নম্বরে। ম্যাচে ৫ উইকেট নিয়ে ২১ তম অবস্থানে ক্রিস ওকস। ১ম ইনিংসে ইংলিশদের ৫ উইকেট তুলে নিয়ে ২ ধাপ এগিয়েছেন রস্টন চেজ, আছেন ৩১ নম্বরে। ২ ধাপ উন্নতি হয়েছে স্যাম কারেনেরও, ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৩৮ নম্বরে।
আইসিসি র্যাংকিং (টেস্ট ব্যাটসম্যান)-
১. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৯১১
২. ভিরাট কোহলি (ভারত)- ৮৮৬
৩. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৮২৭
মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৮২৭
৫. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৮১২
৬. বাবর আজম (পাকিস্তান)- ৮০০
৭. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৭৯৩
৮. চেতেশ্বর পুজারা (ভারত)- ৭৬৬
৯. জো রুট (ইংল্যান্ড)- ৭৩৮
১০. আজিঙ্কা রাহানে (ভারত)- ৭২৬
আইসিসি র্যাংকিং (টেস্ট বোলার)-
১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৯০৪
২. নেইল ওয়েগনার (নিউজিল্যান্ড)- ৮৪৩
৩. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৮৩৪
৪. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৮১২
৫. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৮০২
৬. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৭৯৭
৭. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৭৭৯
৮. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৭৭০
৯. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৭৬৯
১০. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)- ৭৬৮