

আইরিশদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে ইন্ট্রা স্কোয়াড প্রীতি ম্যাচ খেলেছে এউইন মরগান, মইন আলিরা। মঙ্গলবারে হয়ে যাওয়া এই ম্যাচে ১০০ রানের বড় জয় পেয়েছে মইন আলির নেতৃত্বাধীন দল।
আগে ব্যাট করে বড় স্কোর গড়ে টিম মইন। ৮৮ বলে ১২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন জনি বেয়ারস্টো। এই দিনই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সহ অধিনায়ক নির্বাচিত হওয়া মইন আলি খেলেন ৪৫ বলে ৮৫ রানের দাপুটে এক ইনিংস। মইন আলি হাঁকান ৭ চার ও ৬ টি ছক্কা।
বেয়ারস্টো-মইনের ব্যাটে চড়ে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩২৫ রান তোলে টিম মইন। এজেস বোলে দুদল খেলে ৪০ ওভারি ম্যাচে। ৭ ওভারে ৬৫ রান হজম করলেও চার উইকেট তুলে নেন আদিল রশিদ।
আইরিশদের বিপক্ষে ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। সেখান থেকে জেসন রয়, জেমস ভিন্স, টম কারেন ও ম্যাট পার্কিনসন খেলেননি এই ম্যাচ। যদিও পার্কিনসন ইনজুরিতে ছিটকে গেছেন সোমবারই।
খেলোয়াড় স্বল্পতার কারণে স্যাম হেইন ও লিয়াম লিভিংস্টোন টিম মইনের হয়ে দুইবার ব্যাটিং করেন। টম ব্যান্টন ব্যাট করেন দুই দলের হয়েই।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে, দ্রুত রান তোলার তাগিদে দিশেহারা হয়ে পড়ে টিম মরগান। বেন ডাকেট ছিলেন ব্যতিক্রম, খেলেন ৬৫ বলে ৬৮ রানের ইনিংস। আউট হবার আগে ৩৩ রান (২৪ বলে) করেন এউইন মরগান।
৩২.৩ ওভারে ২২৫ রান তুলেই অলআউট হয় টিম মরগান। ৪০ রান খরচে ৩ উইকেট তুলে নেন মইন আলি। রিস টপলে, হেনরি ব্রুকস, টম হেল্ম- প্রত্যেকে দুইটি করে উইকেট নেন।
শুক্রবার নিজেদের মধ্যে ভাগ হয়ে আরো এক প্রীতি ম্যাচ খেলবেন এউইন মরগানরা। রবিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড লায়ন্স। ৩০ জুলাই শুরু হবে মূল লড়াই।
550 runs 🏏
19 wickets ☝
Lots of new faces 😁
See all the best bits 👇— England Cricket (@englandcricket) July 21, 2020