আজহার-ফখরের ব্যাটে পিসিবি সবুজ দলের অসাধ্য সাধন

আজহার আলি ফখর জামান
Vinkmag ad

আজহার আলির অধিনায়কোচিত ইনিংস, ফখর জামানের প্রায় সেঞ্চুরি ও আসাদ শফিকের ফিফটিতে কঠিন লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতেছে পিসিবি সবুজ দল। তিন দিন পর্যন্ত এগিয়ে থাকলেও চারদিনের ম্যাচে হার দেখেছে বাবর আজমের নেতৃত্বাধীন পিসিবি সাদা দল।

ডার্বির ইনকোরা কাউন্টি গ্রাউন্ডে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা চারদিনের ম্যাচের শেষ দিনে সবুজ দলকে ৩৫২ রানের লক্ষ্য দেয় সাদা দল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই মোহাম্মদ হাফিজের উইকেট হারায় সবুজ দল। তবে ফখর জামান ও আজহার আলির দ্বিতীয় উইকেট জুটিতে সে বিপর্যয় সামাল দেয় তারা। এই জুটিতে আসে ১৫৯ রান।

১২৮ বলে ১০ চার ও ৬ ছক্কায় ৯৯ রান করে আউট হন ফখর জামান। রিটায়ার্ড আউট হবার আগে আজহার আলি খেলেন ২২৫ বলে ১২০ রানের ইনিংস। তৃতীয় উইকেট জুটিতে আসাদ শফিকের সঙ্গে ১২৯ রানের জুটি গড়েছিলেন আজহার।

আজহারের মত রিটায়ার্ড আউট হবার আগে ৯৫ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬৭ রান করেন আসাদ শফিক। ইফতিখার আহমেদ (২৮*), সরফরাজ আহমেদ (১৯*) জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন।

এর আগে মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরি পূর্ণ হবার পরেই ইনিংস ঘোষণা করেছিল সাদা দল।

সংক্ষিপ্ত স্কোর-

পিসিবি সাদা দল ২৪৯/১০ (৯৩.৫) ও ২৮৪/৫ (৮৩.৪ ওভারে ইনিংস ঘোষণা), ইমাম ৫, শান ১১, হায়দার ৫১, বাবর ৫৮, ফাওয়াদ ৩, রিজওয়ান ১০০*, শাদাব ৩৯*; আব্বাস ১৫-৮-২০-১, নাসিম ১৭.৪-১-৫৮-১, ফাহিম ১৮-০-৭৪-১, ইয়াসির ১৫-০-৫২-২।

পিসিবি সবুজ দল ১৮১/১০ (৬৫.১) ও ৩৫৪/৪ (৮৮.১), ফখর ৯৯, হাফিজ ২, আজহার ১২০ (রিটায়ার্ড আউট), আসাদ ৬৭ (রিটায়ার্ড আউট), ইফতিখার ২৮*, সরফরাজ ১৯*; আফ্রিদি ১০-৪-২৩-১, মুসা ১২-১-৪১-১।

ফলাফল: পিসিবি সবুজ দল ৬ উইকেটে জয়ী।

২৪ জুলাই থেকে নিজেদের মধ্যে ভাগ হয়ে আরো একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সবুজ ও সাদা দল।

৯৭ ডেস্ক

Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত, আইসিসির প্রধান নির্বাহীর ভাষ্য

Read Next

টুইটারে ট্রেন্ডিং বেন স্টোকস, ভাসছেন প্রশংসার জোয়ারে

Total
4
Share