

২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে স্থগিত হয়েছে। আজ (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এটি নিশ্চিত করেছে আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। করোনা ভাইরাসের কারণে এই বছর আর হচ্ছেনা টি-টোয়েন্টির বিশ্ব আসর।
আইসিসির আজকের সভায় আইবিসি (আইসিসি বিজনেস কর্পোরেশন) বোর্ড (দ্য কমার্শিয়াল সাবসিডিয়ারি অব দ্য আইসিসি) আগামী তিনটি আইসিসির টুর্নামেন্টের উইন্ডো চূড়ান্ত করেছে।
পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১- ২০২১ সালের অক্টোবর-নম্ভেম্বরে, ফাইনাল হবে ১৪ নভেম্বর
পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২- ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে, ফাইনাল হবে ১৩ নভেম্বর
পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩- ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে, ফাইনাল হবে ২৬ নভেম্বরে
করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী পরিস্থিতি বারবার বদলাচ্ছে। আইবিসি বোর্ড সেটা আমলে রাখবে, এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। যাতে করে ২০২১ ও ২০২২ সালের আইসিসি ইভেন্ট সফলভাবে ও নিরাপদে আয়োজন করা যায়।
আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে নারীদের বিশ্বকাপ আয়োজনের জন্য সবরকমের সুযোগ বিবেচনা করবে আইবিসি বোর্ড। এখন অব্দি এই ইভেন্ট যথা সময়েই আয়োজনের সিদ্ধান্ত রয়েছে।
📂 Documents
└📁 T20 World Cup
└📁 Hope it doesn’t come to this…2️⃣0️⃣2️⃣0️⃣ ❌😞
The #T20WorldCup scheduled to take place in Australia this year has been officially postponed. pic.twitter.com/PZnzVOmW8T
— T20 World Cup (@T20WorldCup) July 20, 2020