

এমনিতে বেন স্টোকস ওপেনার নন। তবে চলমান ম্যানচেস্টার টেস্টের ২য় ইনিংসে জস বাটলারের সঙ্গে স্টোকস নেমেছিলেন ওপেনিংয়ে। মূলত দ্রুত রান তোলার উদ্দেশ্যেই ইনিংসের গোড়াপত্তন করতে নামেন এই দুই জন।
জস বাটলার রানের খাতা না খুলতে পারলেও ঠিকই ইংল্যান্ডের প্রত্যাশা পূর্ন করেছেন স্টোকস। ১৯ ওভারে স্কোরবোর্ডে ৩ উইকেট হারিয়ে ১২৯ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। যেখানে ৭৮ রানই এসেছে বেন স্টোকসের ব্যাট থেকে।
৫৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৭৮ রান করে অপরাজিত থাকেন তিনি। টেস্ট ক্যারিয়ারের ২২ তম ফিফটি পূর্ণ করেন ৩৬ বলে (২ টি করে চার ও ছক্কায়)। ইংলিশ ওপেনার হিসাবে টেস্ট ক্রিকেটে এটি দ্রুততম ফিফটির রেকর্ড।
Record Alert!
Quickest fifty by an England opener in Test cricket!
0⃣2⃣ sixes
0⃣2⃣ fours pic.twitter.com/3RcAM9CiSo— Cricket97 (@cricket97bd) July 20, 2020
নিজের টেস্ট ক্যারিয়ারে এটি স্টোকসের ২য় দ্রুততম ফিফটি। এর আগে একবার ৩৪ বলে ৫০ রানের গন্ডি পার করেছিলেন।
সবমিলে ইংল্যান্ডের পক্ষে দ্রুততম টেস্ট ফিফটির রেকর্ড ইয়ান বোথামের দখলে (২৮ বলে)। ৩২ বলেও একবার ফিফটি পূর্ন করেছিলেন বোথাম। ৩৩ বলে ফিফটি পূর্ন করেন অ্যালান লাম্ব ও অ্যান্ড্রু ফ্লিনটফ।
How good was this from @benstokes38 this morning!? 😍
Scorecard/Clips: https://t.co/HsfMRu9cip#ENGvWI pic.twitter.com/vUrn4YHSlL
— England Cricket (@englandcricket) July 20, 2020
উল্লেখ্য, ম্যানচেস্টার টেস্ট জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ৩১২ রান। ইংল্যান্ডের বোলারদের ১০ উইকেট নিয়ে দলকে ম্যাচ জেতাতে হাতে আছে ৮৫ ওভার।