

আগেরদিন ভারী বর্ষণে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যেতেই পারেননি অফ স্পিনার নাইম হাসান। ফলে বিসিবির অনুমতি সাপেক্ষে ব্যক্তিগত অনুশীলনটা প্রথমদিনেই শুরু হয়নি তার। মিরপুরে অনুশীলন করবেন চারজন, যাদের মধ্যে ইমরুল কায়েসের আজই (২০ জুলাই) প্রথম। আগেরদিন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলামরা সবুজ ঘাসে নিজেদের সঁপে দেন। স্কিল ও জিম সেশনের আগে রানিং করেছেন বেশ কিছুক্ষণ।
কিন্তু গতকাল (১৯ জুলাই) রাত থেকেই বৃষ্টির শঙ্কা, সকাল থেকে তা নেমেও আসে। যদিও চার মাস পর মাঠে ফিরতে মুখিয়ে থাকা ইমরুল কায়েসের জন্য সেটি বাধা হতে পারেনি। বাকিদের মত একাডেমি মাঠের সবুজ ঘাসে মোড়ানো গালিচায় রানিং করার অভিজ্ঞতা না হলেও জিম আর ব্যাটিং করেছেন ঠিকই।
বিসিবির তৈরি করে দেওয়া সূচি অনুসারে আজ মিরপুরে অনুশীলন ছিল মোহাম্মদ মিঠুন ও ইমরুল কায়েসের। সকাল সাড়ে ৯ টায় মাঠে আসা মিঠুন ব্যাটিং দিয়েই শুরু করেন। ইনডোরে ব্যাটিং ঝালিয়ে নেওয়ার কাজটা করেছেন আধা ঘন্টার মত। রানিং সম্ভব না হলেও জিমে কাটিয়েছেন বেশ কিছুক্ষণ সময়। ১০ টার দিকে মাঠে আসা ইমরুল অবশ্য আগেই গিয়েছেন জিমে, প্রায় আধা ঘন্টা ছিলেন সেখানে।
সূচি অনুসারেই একজন ক্রিকেটারের সাথে দেখা হবেনা আরেকজনের। অর্থাৎ একই সময়ে মাঠে থাকলেও আলাদা আলাদা কাজে ব্যস্ত থাকা হবে। জিম থেকে ইনডোরে গিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যানও ব্যাটিং অনুশীলন করেন। অবশ্য এরপর আবারও জিমেই ফিরে আসেন, সময় দিয়েছেন আরও কিছুক্ষণ। এতদিন বাসায় বসে ফিটনেস নিয়ে কাজ করা হলেও ব্যাট হাতে নিলেন আজই প্রথম।
৪ মাস পর ব্যাটিং করতে পারাটা স্বস্তি দিচ্ছে ইমরুলকে। নিজেদের ফিরে পাওয়ার এখনই সেরা সময় বলছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় ইমরুল বলেন, ‘প্রায় ৪ মাস পর ব্যাট ধরলাম, আসলে ব্যাটিং করলাম। একটু অন্যরকম অনুভূতি। খুব ভালো লাগছে আসলে। কারণ ঘরে বসে আমরা ওয়ার্কআউট বা জিম করেছি কিন্তু ব্যাটিং করার অভ্যাসটা গড়ে উঠেনি।’
‘৪ মাস পর ব্যাটিং করলাম, খুব ভালো লাগছে। আশা করি এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারব। কারণ আমাদের একটা গ্যাপ আছে যে আমরা আমাদের স্কিল বা ফিট নিয়ে কাজ করতে পারব। আমার মনে হয় এটা খুব ভালো একটা সময় ক্রিকেটারদের জন্য। যদি এই সময়টুকু সঠিকভাবে কাজে লাগাতে পারি। আমার মনে হয় স্কিল এবং ফিটনেসের দিক দিয়ে আরেক ধাপ এগিয়ে যেতে পারব।’