ম্যানচেস্টার টেস্ট জমিয়ে দিয়েছেন ব্রড

স্টুয়ার্ট ব্রড শেন ডাওরিচ
Vinkmag ad

আগের দিন নাইটওয়াচম্যান হিসাবে নামা আলঝারি জোসেফ আউট হবার আগে করেন ৩২ রান। শাই হোপ ২৫ রানে আউট হলেও আউট হবার আগে ৭৫ রান করেন ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট। ফিফটি তুলে নিয়েছিলেন শামার ব্রুকসও। মনে হচ্ছিল হেসেখেলেই ফলো অন এড়াবে ওয়েস্ট ইন্ডিজ।

তবে ম্যানচেস্টার টেস্টের ৪র্থ দিনে ইংল্যান্ড অপেক্ষায় ছিল নতুন বল পাবার। ৮০ ওভার শেষ হওয়া মাত্রই স্টুয়ার্ট ব্রডের হাতে নতুন বল তুলে দেন জো রুট। ১ম ওভারে অবশ্য সফলতা দেখেননি ব্রড।

তবে ৮৩তম ওভারের ২য় বলেই ৬৮ রান করা শামার ব্রুকসকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন। নিজের পরবর্তী ওভারের ৪র্থ বলে জার্মেইন ব্ল্যাকউডকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন। আগের ম্যাচে ক্যারিবিয়ানদের জয়ের নায়ক ফেরেন শুন্য হাতে।

ওখানেই থামেননি ব্রড। টানা তিন ওভারে তিন উইকেট পান তিনি। ৮৭ তম ওভারের ৩য় বলে শেন ডাওরিচকে শুন্য হাতে এলবিডব্লিউ করে ফেরান তিনি। ২৪১/৪ থেকে দেখতে দেখতে ২৫২/৭ এর দলে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ।

জেসন হোল্ডার যখন ৮ম ব্যাটসম্যান হিসাবে আউট হন তখনো ফলো অন এড়াতে তার দলের দরকার ছিল ১০ রান। রস্টন চেজ যদিও ফলো অনটা কোনমতে এড়িয়ে দিতে সাহায্য করেন। তবে ২৮৭ রানেই অলআউট হয় সফরকারীরা।

১৮২ রানের লিড নিয়ে দ্রুত রান তোলার তাগিদে বেন স্টোকস ও জস বাটলারকে ওপেন করতে পাঠায় ইংল্যান্ড। যদিও কোন রান না করে কেমার রোচের বলে বোল্ড হন বাটলার। তিনে নামা জ্যাক ক্রাউলে (১১) কেও বোল্ড করে সাজঘরে ফেরান রোচ।

শেষ দিনে দুই অপরাজিত ব্যাটসম্যান বেন স্টোকস ও জো রুট দ্রুত রান তোলারই চেষ্টা করবেন। ৪র্থ দিনের শেষ বিকালে ব্রড যে ম্যাচ জমিয়ে দিয়েছেন তার ফল দেখতে হয়তো অপেক্ষা করতে হবে ৫ম দিনের শেষ সেশন অব্দি।

সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন শেষে)-

ইংল্যান্ড ৪৬৯/৯ (১৬২ ওভারে ইনিংস ঘোষণা) ও ৩৭/২ (৮), স্টোকস ১৬, বাটলার ০, ক্রাউলে ১১, রুট ৮৮; রোচ ৪-০-১৪-২।

ওয়েস্ট ইন্ডিজ ২৮৭/১০ (৯৯), ব্র্যাথওয়েট ৭৫, ক্যাম্পবেল ১২, আলঝারি জোসেফ ৩২, হোপ ২৫, ব্রুকস ৬৮, চেজ ৫১, ব্ল্যাকউড ০, ডাওরিচ ০, হোল্ডার ২, রোচ ৫*, গ্যাব্রিয়েল ০; ব্রড ২৩-৭-৬৬-৩, ওকস ২১-১০-৪২-৩, কারেন ২০-৪-৭০-২, বেস ২১-৩-৬৭-১, স্টোকস ১৩-৩-২৯-১।

২য় ইনিংসে ইংল্যান্ড ৮ উইকেট হাতে রেখে ২১৯ রানে এগিয়ে।

৯৭ ডেস্ক

Read Previous

বাবর-হায়দার-রিজওয়ানের ব্যাটে রান, সোহেলের ‘৫’

Read Next

সুযোগ কাজে লাগাতে চান ইমরুল

Total
9
Share