

১ম ইনিংসেই ৬৮ রানের লিড নিশ্চিত করেছিল পিসিবি সাদা দল। বাবর আজম, হায়দার আলি ও মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে সেই লিডকে পিসিবি সবুজ দলের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে সাদা দল।
ডার্বিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা প্রস্তুতি ম্যাচের ৩য় দিন শেষে এগিয়ে বাবর আজমের নেতৃত্বাধীন সাদা দল।
আজ ৬৬ তম ওভারে ১৮১ রানেই ১ম ইনিংসে অলআউট হয় পিসিবি সবুজ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন আসাদ শফিক, ৩১ রান আসে ইফতিখার আহমেদের ব্যাট থেকে। ৫ উইকেট নেন সোহেল খান, শাহীন শাহ আফ্রিদি নেন ৩ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে দ্রুতই হারায় সাদা দল। তবে তিনে নামা হায়দার আলি ও চারে নামা বাবর আজম দুজনেই ফিফটি তুলে নেন। ছয়ে নেমে ৮১ রানে অপরাজিত থেকে দিন পার করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, ২০ রান করে অপরাজিত আছেন শাদাব খানও।
মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, ফাহিম আশরাফরা একটি করে উইকেট নেন, ২ উইকেট পান ইয়াসির শাহ।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)-
পিসিবি সাদা দল ২৪৯/১০ (৯৪) ও ২৪৫/৫ (৭৭), ইমাম ৫, শান ১১, হায়দার ৫১, বাবর ৫৮, ফাওয়াদ ৩, রিজওয়ান ৮১*, শাদাব ২০*; আব্বাস ১৫-৮-২০-১, নাসিম ১৪-১-৪৪-১, ইয়াসির ১৫-০-৫২-২।
পিসিবি সবুজ দল ১৮১/১০ (৬৫.১), ফখর ১৭, আবিদ ১০, আজহার ৩১, আসাদ ৫১, ইফতিখার ৩১, সরফরাজ ৫, ফাহিম ৬, ইমাদ ২, ইয়াসির ০, ওয়াহাব ৯, আব্বাস ৬*; আফ্রিদি ১৭-৪-৩৩-৩, সোহেল ২০.১-৫-৫০-৫, শিনওয়ারি ৮-১-২৪-১।
** পিসিবি সাদা দল ২য় ইনিংসে ৫ উইকেট হাতে রেখে ৩১৩ রানে এগিয়ে