

করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করার পর থেকে দুঃস্থ-অসহায়দের সাহায্যে এগিয়ে এসেছেন সাকিব আল হাসান, নিজের গড়া দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে। নিজের পরিবারে করোনার সংক্রমণ ছিল না এতদিন। এবার করোনা হানা দিয়েছে সাকিবের পরিবারে। করোনা টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন সাকিব আল হাসানের বাবা।
পারিবারিক সূত্রে জানা গেছে আজ (১৯ জুলাই) করোনা টেস্টের ফলাফল হাতে পেয়েছেন সাকিবের পিতা মাশরুর রেজা। শক্তিশালী কোন উপসর্গ নেই তার, তাই আপাতত নিজের বাসাতেই আছেন তিনি।
সাকিবের বাবা সোনালী ব্যাংক, মাগুরা শাখায় কর্মরত। সম্প্রতি, তার বেশ কিছু সহকর্মী করোনা টেস্টে পজিটিভ প্রমাণিত হন। কিছু উপসর্গ দেখা দেওয়ায় করোনা টেস্ট করতে দেন মাশরুর রেজা। আজ ফলাফল হাতে পান, যেখানে তিনি করোনা পজিটিভ প্রমাণিত হন।
ক্রিকেট পাড়ায় করোনা হানা দিয়েছে আগেই। নাফিস ইকবাল, নাজমুল ইসলাম অপু, মাশরাফি বিন মর্তুজারা করোনার শিকার হয়েছিলেন, এখন অবশ্য সুস্থ হয়েছেন তাদের সবাইই। মাশরাফির ছোট ভাই ও স্ত্রীও আরোগ্য লাভ করেছেন।