

দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ফাফ ডু প্লেসিস কোভিড-১৯ মহামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের খাবার যোগান তহবিলের ফান্ড সংগ্রহে একটি ব্যাট ও জার্সি নিলামে তুলতে যাচ্ছেন। মানবিক কার্যক্রম চ্যালেঞ্জে সাবেক সতীর্থ এবি ডি ভিলিয়ার্স দ্বারা মনোনীত হওয়ার পরই এমন সিদ্ধান্ত ডু প্লেসিসের।
নিজের একটি আইএক্সইউ ব্যাট এবং গোলাপী ওয়ানডে জার্সি নিলামের জন্য দান করছেন এই তারকা ক্রিকেটার। জার্সি ও ব্যাটের ছবি সম্বলিত একটি ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি জানিয়েছেন ডু প্লেসিস।
তিনি লিখেন, ‘আপনারা সবাই জানেন কোভিড-১৯ মহামারীর কারণে প্রচুর লোকের উপর বিপর্যয়কর প্রভাব পড়েছে। দক্ষিণ আফ্রিকাতে আমরা এই প্রভাবগুলোর প্রথম অভিজ্ঞতা অর্জন করেছি। আমি সিয়া কলসি (রাগবি প্লেয়ার) ও এবি ডি ভিলিয়ার্সের দ্বারা মনোনীত হয়ে চ্যালেঞ্জ গ্রহণ করলাম।’
‘আমি আমার প্রায় নতুন একটি আইএক্সিউ ব্যাট এবং ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলা গোলাপি ওয়ানডের জার্সি নিলামের জন্য দান করছি। যা ‘অল ইন আফ্রিকা’ ওয়েবসাইটে নিলামে উঠবে। নিলাম থেকে অর্জিত পুরো অর্থ হিলংস ফাউন্ডেশনে যাবে যেখানে আমি একটি প্রকল্প শুরু করেছি।’
‘যার লক্ষ্য হল ৫ লাখ দক্ষিণ আফ্রিকান মুদ্রার তহবিল গঠন। যা দ্বারা স্থানীয় সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত শিশুদের খাবারের যোগান দেওয়া হবে। প্রতিটি অনুদান শিশুদের সাহায্যে এগিয়ে আসবে।’
৩৬ বছর বয়সী এই প্রোটিয়া ক্রিকেটার এবারই করোনাকালে অসহায়দের সাহায্যে এগিয়ে আসছে এমন নয়। এর আগে তার স্ত্রী ইমারি ভিসারকে নিয়ে ৩৫ হাজার শিশুকে খাওয়ানোর তহবিল সংগ্রহ করেন একটি দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে।