

বর্তমান বিসিসিআই সভাপতি ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন তিন মাস ট্রেনিংয়ের সুযোগ পেলেই আগের মত রান করার সামর্থ্য রাখেন তিনি। এদিকে ভারতীয় অফ স্পিনার হরভজন সিং ৪০ বছর বয়সেও বর্তমান তরুণ স্পিনারদের চেয়ে নিজেকে বেশি দক্ষ বলে দাবি করছেন।
বেশ আত্মবিশ্বাসের সাথেই হরভজন জানিয়েছেন তার স্কিল নিয়ে সন্দেহ হলে কেউ চাইলে পরীক্ষাও নিতে পারে। ভারতীয় বার্তা সংস্থা ‘পিটিআই’ কে হরভজন বলেন, ‘আপনি যদি এখনো চান আমাকে তরুণদের সাথে লড়াইয়ে নামিয়ে আমার দক্ষতা পরীক্ষা করতে, তবে শুরু করুন।’
ভারতের হয়ে খেলেছেন ৩৬৭ আন্তর্জাতিক ম্যাচ, উইকেট শিকার করেছেন ৭১১ টি। ১৯৯৮ সালে অভিষিক্ত এই স্পিনার সবশেষ ভারতের জার্সিতে খেলেছেন ২০১৬ সালে। নামের পাশে নানা অর্জনের কারণে কারও সহানুভূতির প্রয়োজন নেই বলে মনে করেন হরভজন সিং।
এই অফ স্পিনার বলেন, ‘ফিল্ডিংয়ের সময় বল যদি হাঁটু বা পায়ের মধ্য দিয়ে চলে যায় কিংবা কাঁধে এমন কিছু করেন তাহলে আপনি বয়স নিয়ে কথা বলতে পারেন। যার কারণে আপনি পূর্ণ শক্তি দিতে পারেন না। কিন্তু আমি ভারতের জার্সি গায়ে অন্তত ৮০০ দিন মাঠে নেমেছি (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি)’
‘আমি এমন কিছু অর্জন করেছি যার কারও সহানুভূতির প্রয়োজন নেই। কিন্তু দক্ষতার কথা যদি আসে আমি এখনো ভারতের সেরা হতে পরীক্ষা দিতে প্রস্তুত।’
মাসে নেটে ২ হাজার বল করতে পারলে অভিজ্ঞতার কারণে যথেষ্ট হবে বলে জানান হরভজন, ‘এটা সবার নিজের কাছে। কেউ যদি মনে করে তার ম্যাচ অনুশীলন প্রয়োজন সে করতে পারে। আমি যদি নেটে প্রতি মাসে ২ হাজার বল করতে পারি, আমি যে পরিমাণ টপ লেভেলের ক্রিকেট খেলেছি তা যথেষ্ট হবে।’