

ইংল্যান্ডের বিপক্ষে ৩ টি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে এখন ইংল্যান্ডে অবস্থান করছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে তারা। একে অপরের মুখোমুখি হয়েছেন আজহার আলি, বাবর আজমরা।
ডার্বিশায়ার কাউন্টি গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পিসিবি সাদা দলের অধিনায়ক বাবর আজম। সাদা দলের দুই ওপেনার ইমাম উল হক ও শান মাসুদ উদ্বোধনী জুটিতে তোলেন ৯২ রান। ৪২ রান করা শান মাসুদকে আসাদ শফিকের ক্যাচ বানিয়ে ফেরান মোহাম্মদ আব্বাস।
এরপর বেশিক্ষণ টেকেননি ইমাম উল হকও। ব্যক্তিগত ৪১ রানের মাথায় নাসিম শাহের বলে এলবিডব্লিউ হন তিনি। তিনে নামা হায়দার আলি দারুণ শুরু করলেও তা ধরে রাখতে পারেননি। ৩৫ বলে ২ চার ও ১ ছয়ে ২১ রান করে নাসিম শাহের ২য় শিকারে পরিণত হন তিনি, ক্যাচ দেন আসাদ শফিককে।
বাবর আজমকে ১২ রানের বেশি করতে দেননি মোহাম্মদ আব্বাস। ৬১ বলে ২৪ রানের ইনিংস খেলেন ফাওয়াদ আলম, সাজঘরে ফেরেন ইয়াসির শাহের স্পিনে কাবু হয়ে।
৬ নম্বরে নামা উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান সতীর্থদের যাওয়া-আসা দেখলেও নিজে অপরাজিত থাকেন। ১১৬ বল খেলে ৪ চারে ৪১ রান করে অপরাজিত থাকেন তিনি।
আগামীকাল সোহেল খান (১১*) কে নিয়ে ব্যাটিংয়ে নামবেন রিজওয়ান।
পিসিবি সবুজ দলের হয়ে ৩ টি করে উইকেট নেন নাসিম শাহ ও মোহাম্মদ আব্বাস, বাকি ২ উইকেট পান ইয়াসির শাহ।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)-
পাকিস্তান সাদা দল ২৩১/৮ (৯০), ইমাম ৪১, শান ৪২, হায়দার ২১, বাবর ১২, ফাওয়াদ ২৪, রিজওয়ান ৪১*, শাদাব ১৬, সোহেল ৮, শাহীন শাহ ০, কাশিফ ১১*; আব্বাস ১৯-৯-৩৪-৩, নাসিম ১৬-৪-৪৫-৩, ইয়াসির ১৬-২-৪০-২।
এর আগে ওর্চেস্টারে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার সময় নিজেদের মধ্যে ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন আজহার-বাবররা। মূল লড়াইয়ের আগে এই ম্যাচের পর আরো এক চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।