• জুন ১০, ২০২৩

দুই-একদিনের মধ্যে শুরু অনুশীলন, যেসব সুবিধা দিচ্ছে বিসিবি

আকরাম খান
Vinkmag ad

দেশের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ইতিবাচক খবর ক্রিকেটারদের জন্য খুলতে যাচ্ছে বিসিবির দরজা। করোনা ভাইরাস বাধা দূরে সরিয়ে ব্যক্তিগতভাবে বিসিবির ভেন্যুগুলোতে অনুশীলন শুরু করতে পারবে মুশফিকুর রহিম, ইমরুল কায়েসরা। যদিও এখনই স্কিল ট্রেনিং নয়, কেবল ফিটনেস নিয়েই কাজ করার ছাড়পত্র পাচ্ছেন লম্বা সময় গৃহবন্দী থাকা ক্রিকেটাররা।

বেশ কয়েকদিন ধরেই ঘর থেকে বের হতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রিকেটাররা। যার বেশিরভাগই ফিটনেস ট্রেনিংয়ের কাজ, স্কিল নিয়েও কাজ করছেন দুই একজন। কিন্তু বিসিবি প্রদত্ত সুযোগ সুবিধায় ফিটনেস নিয়ে কাজ করতে পারাটাও বাড়তি স্বস্তি দিবে তাদের। আগ্রহ প্রকাশ করা ক্রিকেটারদের জন্য সূচী প্রস্তুত করা হচ্ছে, দুই একদিনের মধ্যেই খুলবে মিরপুর সহ বেশ কয়েকটি ভেন্যুর ফটক।

ঢাকায় অনুশীলনে আগ্রহ প্রকাশ করেছেন মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম , শফিউল ইসলামরা। খুলনা, সিলেট ও চট্টগ্রামেও বিসিবির ভেন্যুতে অনুশীলনের আগ্রহ প্রকাশ করেছেন মেহেদী হাসান মিরাজ , খালেদ আহমেদ, নাইম হাসানরা। বিসিবি প্রদত্ত সূচী অনুসারেই ব্যক্তিগত ট্রেনিং করবেন তারা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান নিশ্চিত করেছেন বিষয়টি।

এক ভিডিও বার্তায় আকরাম খান বলেন, ‘আসলে আমরা কিন্তু রোজার ঈদের পরেই মাঠ ও জিমনেসিয়াম রেডি করে রেখেছিলাম প্লেয়ারদের জন্য। যেহেতু কয়েকজন ক্রিকেটার আমাদের কাছে অনুমতি চেয়েছিল। যদিও বোর্ড সেভাবে উৎসাহিত করেনি কারণ দেশের পরিস্থিতি ভালো ছিলনা।’

‘তবে ঈদের পর থেকেই মাঠ ও জিমনেসিয়াম আমরা প্রস্তুত করে রেখেছি। শুধু ঢাকা না ঢাকার বাইরেও যেসব ভেন্যু আছে সেগুলো প্রস্তুত করা আছে। অনেকদিন পর কিছু প্লেয়ার আগ্রহ দেখিয়েছি।’

ইতোমধ্যে যারা আগ্রহ দেখিয়েছে তাদের কয়েকজনের নামও উল্লেখ করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান, ‘মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, ইমরুল কায়েস অনুশীলনের আগ্রহ দেখিয়েছে (ঢাকায়। খুলনায় মেহেদী হাসা মিরাজ আগ্রহ দেখিয়েছে, নুরুল হাসান সোহান অনুশীলন করবে। সিলেটে খালেদ আহমেদ আছে, নাসুম আহমেদ আগ্রহ দেখিয়েছে। চট্টগ্রামে নাইম হাসান আছে’

‘আমরা সূচীটা করে দিচ্ছি। হয়তো দুই একদিনের মধ্যে তারা অনুশীলন শুরু করবে। আপাতত মাঠ ও জিমনেসিয়াম সুবিধা দিচ্ছি আমরা। যেহেতু তারা ব্যক্তিগতভাবে অনুশীলন করবে (কেবল ফিটনেস ও রানিং)।’ যোগ করেন আকরাম খান।

৯৭ প্রতিবেদক

Read Previous

তৃতীয় টেস্টেও ফিরতে পারবেন না আর্চার!

Read Next

ম্যানচেস্টারে কাটল রোচের ৫২১ বলের উইকেটখরা

Total
4
Share