তৃতীয় টেস্টেও ফিরতে পারবেন না আর্চার!

জফরা আর্চার
Vinkmag ad

‘বায়ো-সিকিউরিটি’ বিধি ভঙ্গ করায় ম্যানচেস্টার টেস্ট থেকে বাদ পড়ার সাথে বেশ কড়া সমালোচনার মুখে পড়েছেন ইংলিশ পেসার জফরা আর্চার। সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন তো চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই তার খেলার সম্ভাবনা দেখছেন না।

সাউদাম্পটন টেস্টের পর ‘বায়ো-সিকিউরিটি প্রটোকল’ না মেনেই নিজের বাসায় ঢুঁ মারতে যান জফরা আর্চার। তার এই নিয়ম ভঙ্গ করাকে ভালো চোখে দেখছেন না ক্রিকেট বিশ্লেষকরা। ক্যারিবিয়ান সাবেক পেসার মাইকেল হোল্ডিং পুরো প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করেছেন।

৫ দিনের আইসোলেশনে পাঠানোর সাথে চলমান ম্যানচেস্টার টেস্ট থেকে বাদ দেওয়া হয় ২৫ বছর বয়সী এই পেসারকে। আইসোলেশন থেকে মুক্তি মিলবে দুইবার করোনা টেস্টে নেগেটিভ হওয়ার পরই। তার এমন ভুলে দুই দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের ঝুঁকিতে পড়ার উপক্রম হয়েছিল।

এদিকে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টেও আর্চারের খেলার সম্ভাবনা নেই।

‘দ্যা টেলিগ্রাফে’ তিনি লিখেন, ‘বিষয়টা হচ্ছে সে নিজ ইচ্ছায় বাড়ি গিয়েছিল এবং নিরাপদ একটা পরিবেশে করোনা ঝুঁকি নিয়ে ফিরে এসেছে। যা পুরো সিরিজকেই হুমকিতে ফেলছে।’

‘বাস্তবিকভাবে চিন্তা করলে পরের সপ্তাহে তার খেলাটা কঠিনই। আমার মনে হয়না তারা তাকে তৃতীয় টেস্টের দলে ফেরাবে।’

তবে তরুণ এই পেসারের পাশে দাঁড়িয়েছেন মাইকেল ভন, তার প্রতি ক্ষমাসুন্দর দৃষ্টি দেওয়ার আর্জি জানিয়েছেন দলের প্রতি। ভন যোগ করেন, ‘আমাদের এটাও বুঝতে হবে সে তরুণ, আর সত্যিকার অর্থেই সে প্রথমবার এমন কোন ভুল করলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সে কি শিখলো এখান থেকে। আগামী কয়েকদিন তার সমর্থন প্রয়োজন। সে একা বদ্ধ রুমে আছে, কাউকে দেখতেও পারছেনা। ফোনে হলেও অন্যদের সমর্থন তার প্রয়োজন।’

৯৭ ডেস্ক

Read Previous

ডার্বিশায়ারে একে অপরের মুখোমুখি আজহার-বাবররা

Read Next

দুই-একদিনের মধ্যে শুরু অনুশীলন, যেসব সুবিধা দিচ্ছে বিসিবি

Total
4
Share