

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) এর ক্রিকেট হাউজ কমিটি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন।
১৪ জুলাইয়ে সিংহলিজ স্পোর্টস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় মাহেলা জয়াবর্ধনেকে এই দায়িত্ব দিতে সবাই একমত হয়। ১০ বছর এই দায়িত্বে ছিলেন সামান্তা দোদানবেলা। জয়াবর্ধনে তার স্থলাভিষিক্ত হচ্ছেন।
এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে সরাসরি ক্লাবের নির্বাহী কমিটির অংশ হবেন তিনি।
বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়াবর্ধনে তার প্রথম শ্রেণির ক্যারিয়ার শুরু করেন এসএসসির হয়ে, ১৭ বছর বয়সে। ক্যারিয়ার জুড়ে এই ক্লাবের হয়েই প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি।
সিংহলিজ স্পোর্টস ক্লাব লঙ্কানদের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে সফল দল। ৩২ দফা প্রিমিয়ার ট্রফি জিতেছে ক্লাবটি, যার সর্বশেষটি আসে ২০১৬/১৭ মৌসুমে।
এসএসসি জয়াবর্ধনের প্রিয় ভেন্যুর একটি। এই ভেন্যুতেই ১১ টি টেস্ট শতকের দেখা পেয়েছেন তিনি। মাহেলা ২৭ টেস্টে ৭৪.৮৯ গড়ে ২৯২১ রান করেছেন এই ভেন্যুতে। ১৭ ওয়ানডে খেলে ৫২ গড়ে করেছেন ৫২০ রান।
এমনিতে ক্রিকেট ক্যারিয়ারে ১৪৯ টেস্ট, ৪৪৮ ওয়ানডে ও ৫৫ টি টি-টোয়েন্টি খেলেছেন এই লঙ্কান কিংবদন্তি। রান করেছেন যথাক্রমে ১১৮১৪, ১২৬৫০ ও ১৪৯৩।