

সম্প্রতি প্রকাশিত বিগ ব্যাশ লিগের আসন্ন আসরের সূচি নিয়ে টুইটারে বিদ্রুপ করেছেন ক্রিস লিন। টুইটারে দেওয়া পোস্টটি অবশ্য মুছেও দিয়েছেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। আগে থেকেই অবশ্য লম্বা দৈর্ঘ্যের টুর্নামেন্টে অনীহা এই ব্যাটসম্যানের। বিগ ব্যাশের সূচীকে রোলার কোস্টার বলেও আখ্যা দেন।
সবশেষ প্রকাশিত সূচী অনুসারে বিগ ব্যাশ লিগের ১০ম আসর দুই মাসের বেশি সময় ধরে চলবে। ৬১ ম্যাচের টুর্নামেন্টটি আগের ৯ বছরের চেয়ে সবচেয়ে দীর্ঘ সময়ের টুর্নামেন্ট হতে যাচ্ছে। চলতি বছর ৩ ডিসেম্বর শুরু হয়ে চলবে আগামী বছর ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়ার প্রতিবেদন মতে বিগ ব্যাশের দীর্ঘ সূচীকে কটাক্ষ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নেন ক্রিস লিন। সূচী প্রকাশের পরপরই ৩০ বছর বয়সী এই ক্রিকেটার টুইটারে লিখেন, ‘আবারও সোনালী হাঁস রান্না করা হচ্ছে…’ পরে অবশ্য মুছে দেন সেই টুইটটি।
গতবছর জানুয়ারিতে ‘চ্যানেল সেভেনের’ সাথে আলাপে ক্রিস লিন জানান বিবিএলে টানা খেলার মধ্যে থাকতে হয় বলে খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ে।
লিন বলেন, ‘আমি মনে করি ১৪ টি ম্যাচ অনেক বেশি। এখানে সেখানে মাঝে মাঝে আপনার বিরতির প্রয়োজন। কিন্তু এটা টানা চলতে থাকে।’
‘এটা কিছুটা রোলার কোস্টারের মত। আপনি দ্রুতই ফর্মে ফিরতে পারেন ও বের হতে পারেন। হ্যা আমরা হয়তো নিচের দিকে আছি (ব্রিসবেন হিট), তবে অন্য দলের ক্রিকেটারদেরও একই রকম ক্লান্তি বোধ হচ্ছে। আমি নরম বা এমন কিছু হতে চাইনা তবে যেটা আমার সাথে হচ্ছে সেটাই বললাম।’