

ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে আজ থেকে শুরু হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট। টস নামক ভাগ্য পরীক্ষায় জিতেছেন ক্যারিবিয় অধিনায়ক জেসন হোল্ডার।
আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে সফরকারীরা। ইংল্যান্ড একাদশে এসেছে চার পরিবর্তন।
জো ডেনলির বদলে একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক জো রুট। জিমি অ্যান্ডারসন ও মার্ক উড আছেন বিশ্রামে। সেই দুই জায়গা পূরণ করেছেন ক্রিস ওকস ও স্যাম কারেন।
বায়ো সিকিউর প্রটোকল ভেঙে বাদ পড়েছেন জফরা আর্চার। একাদশে ফিরেছেন অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড।
ইংল্যান্ড একাদশ-
ররি বার্নস, ডম সিবলি, জ্যাক ক্রাউলে, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, ওলি পোপ, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, স্যাম কারেন, ডমিনিক বেস ও স্টুয়ার্ট ব্রড।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ-
জন ক্যাম্পবেল, ক্রেইগ ব্র্যাথওয়েট, শাই হোপ, শামারাহ ব্রুকস, রস্টন চেজ, জার্মেইন ব্ল্যাকউড, শেন ডাওরিচ (উইকেটরক্ষক), জেসন হোল্ডার (অধিনায়ক), আলঝারি জোসেফ, কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।
সাউদাম্পটনে তিন ম্যাচ সিরিজের ১ম টেস্টে ৪ উইকেটের ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ০-১ এ এগিয়ে সফরকারীরা।