

পেসার জিমি অ্যান্ডারসন ও মার্ক উডকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ (১৬ জুলাই) থেকে শুরু হতে যাওয়া টেস্টে টেস্টে থাকছেন না এই দুজনই।
এই দুইজনের বদলে ১৩ সদস্যের স্কোয়াডে ঢুকেছেন স্যাম কারেন ও ওলি রবিনসন।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, জাতীয় দলের নির্বাচকরা স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছেন। জিমি অ্যান্ডারসন ও মার্ক উডকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বাঁহাতি সিমার স্যাম কারেন ও সাসেক্সের সিমার ওলি রবিনসন যুক্ত হয়েছেন স্কোয়াডে। ইংল্যান্ডের মূল দলে ওলি রবিনসন এই প্রথম সুযোগ (স্কোয়াডে) পেলেন।
ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জো রুট ফিরেছেন, তাই বাদ পড়তে হয়েছে জো ডেনলিকে।
ম্যানচেস্টার টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড-
জো রুট (অধিনায়ক), জফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাউলে, স্যাম কারেন, ওলি পোপ, ওলি রবিনসন, ডম সিবলি, বেন স্টোকস ও ক্রিস ওকস।
We have named our squad for the second #raisethebat Test against @windiescricket starting at Emirates Old Trafford tomorrow 👇
— England Cricket (@englandcricket) July 15, 2020
উল্লেখ্য, ১৫ জুলাই ম্যাচকে সামনে রেখে আউটডোরে অনুশীলন করার কথা ছিল জো রুটদের। তবে ম্যানচেস্টারে বৃষ্টির কারণে তারা ইনডোরের নেটেই অনুশীলন করতে পারে।