

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বুধবার (১৫ জুলাই) বিগ ব্যাশ লিগের পূর্নাঙ্গ সূচি ঘোষণা করেছে। ডিসেম্বরে শুরু হবে বিগ ব্যাশের নতুন আসর। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে করোনা ভাইরাসের প্রভাবে সূচিতে বদল আসতে পারে।
বিগ ব্যাশ লিগের ১০ম আসর শুরু হবে ৩ ডিসেম্বর। অ্যাডিলেড ওভালে সেদিন অ্যাডিলেড স্ট্রাইকার্স মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডসের। ৬১ ম্যাচ শেষে টুর্নামেন্টের পর্দা নামবে ৬ ফেব্রুয়ারিতে, সেদিন বিগ ব্যাশের ফাইনাল।
আগের আসরের চেয়ে দুই সপ্তাহের বেশি সময় আগে এবার শুরু হচ্ছে বিগ ব্যাশ লিগ।
There’s more important things in the world than cricket right now, but here’s how we’d love to see the summer of BBL unfold. Stay safe and healthy everyone! #BBL10 pic.twitter.com/yE3tKuAEGp
— KFC Big Bash League (@BBL) July 15, 2020
১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মাঠে গড়াবে নারীদের বিগ ব্যাশ লিগ।
সাম্প্রতিক সময়ে মেলবোর্ন ও সিডনিতে করোনা ভাইরাস নতুন করে ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার অভ্যন্তরেই ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ থাকলে পরিবর্তন আসতে পারে সূচিতে। তেমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ চীফ অ্যালিস্টার ডবসন।
অস্ট্রেলিয়া ‘এ’ দলের সফর, ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের খেলা আপাতত বন্ধ রেখেছে সিএ। তবে ঘরোয়া লিগের শেফিল্ড শিল্ড, ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের পরিকল্পনা সাজিয়ে রেখেছে তারা। ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ আয়োজনে বদ্ধপরিকর তারা।
অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবার কথা। তবে করোনা ভাইরাসের কারণে দ্রুতই এটি স্থগিত হবার ঘোষণা আসতে পারে।