

বিগত কয়েক মাস ধরে নড়চড় হয়নি আইসিসি র্যাংকিংয়ে ক্রিকেটারদের অবস্থান। হবেই বা কি করে, করোনা বাধায় খেলাই যে বন্ধ ছিল। ৮-১২ জুলাই, সাউদাম্পটন টেস্ট দিয়ে মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। এই টেস্ট শেষে পরিবর্তন এসেছে ক্রিকেটারদের র্যাংকিংয়ে। হালনাগাদকৃত র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)।
হালনাগাদকৃত র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা (৮৬২) রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন ক্যারিবিয় অধিনায়ক জেসন হোল্ডার। সাউদাম্পটন টেস্টে ৭ (৬ ও ১) উইকেট নিয়ে ৩২ রেটিং পয়েন্ট যোগ করেছেন হোল্ডার।
২০০০ সালে কোর্টনি ওয়ালশ ৮৬৬ রেটিং পয়েন্টের মালিক হয়েছিলেন। ওয়ালশের পর হোল্ডারই সর্বোচ্চ রেটিং পয়েন্ট পাওয়া ক্যারিবিয় বোলার। ৮ রেটিং পয়েন্ট হারিয়ে ৮ থেকে ১০ এ নেমেছেন ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসন।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ১০ নম্বরে ছিলেন বেন স্টোকস। সাউদাম্পটন টেস্টের দুই ইনিংসেই ৪০ এর বেশি করে রান করা স্টোকস ৮ রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়ে এখন আজিঙ্কা রাহানের সঙ্গে যৌথভাবে ৯ নম্বরে।
অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরেই ছিলেন জেসন হোল্ডার, দুই নম্বরেই ছিলেন বেন স্টোকস। এখনো দুজনের অবস্থান একই আছে, তবে বেড়েছে দুজনের রেটিং পয়েন্ট। হোল্ডারের বেড়েছে ১২, স্টোকসের ২৪। ৮ নম্বরে থাকা রস্টন চেজের বেড়েছে ১৬ রেটিং পয়েন্ট।
আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিং (সেরা ১০)-
১. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৯১১
২. ভিরাট কোহলি (ভারত)- ৮৮৬
৩. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৮২৭
৪. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৮১২
৫. বাবর আজম (পাকিস্তান)- ৮০০
৬. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৭৯৩
৭. চেতেশ্বর পুজারা (ভারত)- ৭৬৬
৮. জো রুট (ইংল্যান্ড)- ৭৫৬
৯. আজিঙ্কা রাহানে (ভারত)- ৭২৬
বেন স্টোকস (ইংল্যান্ড)- ৭২৬ (+৮)
আইসিসি টেস্ট বোলারদের র্যাংকিং (সেরা ১০)-
১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৯০৪
২. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৮৬২ (+৩২)
৩. নেইল ওয়েগনার (নিউজিল্যান্ড)- ৮৪৩
৪. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৮১২
৫. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৮০২
৬. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৭৯৭
৭. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৭৭৯
৮. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৭৭০
৯. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৭৬৯
১০. জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৭৬৭ (-৮)
আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিং (সেরা ১০)-
১. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৪৮৫ (+১২)
২. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৪৩১ (+২৪)
৩. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৩৯৭
৪. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ২৯৮
৫. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ২৮১
৬. কলিন ডি গ্র্যান্ডহোম (নিউজিল্যান্ড)- ২৮০
৭. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ২৬৬
৮. রস্টন চেজ (ওয়েস্ট ইন্ডিজ)- ২৫৪ (+১৬)
৯. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ২১১
১০. ক্রিস ওকস (ইংল্যান্ড)- ২০৮