

করোনা বাধা দূরে সরিয়ে বিশ্বজুড়ে মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বাংলাদেশের ক্রিকেটাররা এখনো বিসিবি প্রদত্ত সুযোগ সুবিধা সম্বলিত অনুশীলন শুরু করতে পারেনি। বেশিরভাগ ক্রিকেটারই ঘর ছেড়ে বের হতে শুরু করেছেন, নিজ উদ্যোগে করছেন ফিটনেস ও স্কিল ট্রেনিং। এবার খুলতে যাচ্ছে বিসিবির বন্ধ দুয়ারও।
মাঠে ক্রিকেটারদের সব ধরণের সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে বেশ কয়েকদিন আগে থেকেই কাজ শুরু হয়েছিল। দেশের ৮ টি ভেন্যু অনুশীলন ও ম্যাচ আয়োজনে প্রস্তুত করতে নিয়মিত কাজ করছে ১০০ এর বেশি মাঠ কর্মী। বিসিবি বলছে চাইলে মাঠগুলোতে ক্রিকেটাররা ফিটনেস ট্রেনিং শুরু করতে পারে আগামী সপ্তাহ থেকে। ক্রিকেটারদের সাথে আলোচনা শেষে আগ্রহীদের তালিকাও প্রস্তুত করা হচ্ছে।
ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজকে’ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা ক্রিকেটারদের সাথে কথা বলেছি। তাদের জানানো হয়েছে যদি তারা চান তবে ঈদের (কুরবানির) আগেই এসব সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন।’
‘আমরা যা দেখেছি বেশিরভাগ ক্রিকেটার বাড়ি থেকে বেরিয়ে আসতে আগ্রহী নন। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কয়েকজন ক্রিকেটারকে অনুশীলন করতে দেখছি। তাই আমরা বলছি যে তারা চাইলে আমাদের সুবিধাগুলোও ব্যবহার করতে পারবে। কিন্তু তাদের উচিৎ আমাদের ট্রেইনারের সাথে স্বাস্থ্যবিধি বজায় রেখে এসব করা।’
৩৫ জন ক্রিকেটারের সাথে আলোচনা করা হলেও এখনো পর্যন্ত আগ্রহ প্রকাশ করেছে দুইজন ক্রিকেটার। বাকিরাও নিজেদের আগ্রহের কথা জানাতে পারবে শুক্রবার (১৭ জুলাই) পর্যন্ত। এরপর তাদের তালিকা তৈরি করে সূচী নির্ধারণ ও মেডিকেল টিমের স্বাস্থবিধি প্রস্তুত করা হবে।
নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘প্রথমে তারা আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগে জানাবে। এরপর ক্রিকেট পরিচালনা বিভাগ মেডিকেল টিমের সাথে কথা বলে সূচী তৈরি করবে। মেডিকেল টিমই তদারকি করবে কীভাবে ক্রিকেটাররা স্বাস্থবিধি মেনে চলবে।’