

৭১ টেস্টে ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের উইকেট ৩৬৫। যা তাকে জায়গা করে দিয়েছে ভারতের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চতুর্থ স্থানে । তার রেকর্ড ও পরিসংখ্যানকে দুর্দান্ত বললেও ঠিক অফ স্পিনার হিসেবে স্বীকৃতি দিতে নারাজ ভারতের সাবেক স্পিনার দিলীপ দোশি। সমসাময়িক ভারতীয় স্পিনারদের মধ্যে তার চোখে রবীন্দ্র জাদেজাই সেরা।
অশ্বিনের স্টক ডেলিভারির প্রতি মনযোগ কমের কারণেই দিলীপ দোশি সংশয় প্রকাশ করেন অফ স্পিনার হিসেবে স্বীকৃতি দিতে। ৭২ বছর বয়সী সাবেক বাঁহাতি স্পিনার বলেন, ‘ভারতীয় কন্ডিশনে অশ্বিনের রেকর্ড দুর্দান্ত। কিন্তু তার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যে তিনি অফ স্পিনার নাকি অফ স্পিনার নন। যদি নিজেকে অফ স্পিনার মনে করেন তাহলে বোলিংয়ের সময় স্টক বল করাতে মনযোগ দিতে হবে।’
৩০ বছরে বেশি বয়সে টেস্ট অভিষেকের পরও ১০০ এর বেশি টেস্ট উইকেটের মালিক দিলীপ দোশি। মাত্র চার জন ক্রিকেটারের আছে এমন কীর্তি। ভারতীয় এই স্পিনার নিজের সেরা হিসেবে বেছে নিচ্ছেন রবীন্দ্র জাদেজাকে, ‘আমি অনেকের মধ্যে তাকেই (জাদেজা) সেরা বলবো। আমি সব সময় তাকে খেলাবো।’
ভারতের হয়ে ৩৩ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলা দোশি কথা বলেছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও চায়নাম্যান কুলদীপ যাদবকে নিয়েও। প্লে রাইট ফাউন্ডেশনের সাথে অনলাইন আড্ডায় তিনি জানান সীমিত ওভারের ক্রিকেটে যুজবেন্দ্র চাহালের চেয়ে কুলদীপ যাদবে বেশি মুগ্ধ।
দিলীপ দোশি বলেন, ‘কুলদীপ যাদব দুর্দান্ত প্রতিভাবান। যত বেশি বল করবে তত বেশি উন্নতি করবে সে। চাহালের (যুজবেন্দ্র) ব্যাপারে আমি নিশ্চিত নই কিন্তু তার মধ্যে এমন কিছু তো অবশ্যই আছে তা নাহলে ভারতের সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত হতনা। আমি দেখতে চাই সে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০ ওভার বল করতে সে সক্ষম কিনা।’