

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে ১ম ইনিংসে খুব বেশি সুবিধা করে উঠতে পারেননি জফরা আর্চার। এই গতিতারকা ২২ ওভার বল করেও থেকেছেন উইকেটশূন্য। ৩ মেডেন দেওয়া আর্চার হজম করেছেন ৬১ রান। একটি উইকেটে অবশ্য পেয়েছিলেন, পরে রিভিউতে তা বাতিল হয়ে যায়।
সাউদাম্পটনে চলমান টেস্টে বাদ পড়েছেন স্টুয়ার্ট ব্রড। গতিকে প্রাধান্য দিয়ে একাদশে নেওয়া হয়েছে জফরা আর্চার ও মার্ক উডকে। ৫১ টেস্ট পর ঘরের মাঠে টেস্ট মিস করা ব্রড বাদ পড়ে হতাশাও প্রকাশ করেছেন।
এযাত্রায় হতাশা প্রকাশ করেন সাবেক ক্যারিবিয় পেসার টিনো বেস্টও। নিজের টুইটার আইডিতে তিনি লেখেন, ‘আর্চার কীভাবে ব্রডের স্থানে খেলছে! তোমার হাতে উড আছে যে কিনা ৯০ এর বেশি গতিতে (মাইল প্রতি ঘন্টায়) বল করতে পারে… এটা একেবারেই উচিৎ নয়।’
Honestly why Archer playing before Broad chaaaaa fair is fair tho🥺🥺, cause u have Wood bowling 90+ , And he’s bowling the same pace as Broad , I have no problem with Broad being pissed 😤 #EngVsWI ….. that’s not fair at all 😒 .
— Tino95 (@tinobest) July 10, 2020
এই টুইটের জবাব দেন খোদ আর্চার। লেখেন, ‘এত জ্ঞান নিয়ে তুমি কেনো এখনো কোচ হওনি?’
With all this knowledge how are you not a coach yet ? https://t.co/AU0m4LdgVU
— Jofra Archer (@JofraArcher) July 10, 2020
পরে আর্চারকে খোচান টিনো বেস্ট। লেখেন,’আমাকে ব্যক্তিগতভাবে অ্যাড্রেস করো না। ফ্যাক্ট হল তোমার বোলিং টুথপেস্টের মত এবং অ্যাশেজের পর তুমি জোরেও বল করোনি। এখন যেয়ে ঘুমাও ও বিশ্রাম নাও দ্বিতীয় ইনিংসে বল করার জন্য।’
Don’t address me personally Young man , the fact remains your bowling toothpaste and u haven’t bowled Quickly since ASHES , now go sleep and get some rest for WI to beat ya ball in the second innings bye 👋🏾 Jorfa 🙏🏾 #SleepTight
— Tino95 (@tinobest) July 10, 2020
— Sussex Cricket (@SussexCCC) July 10, 2020